মৃত্যুর সঙ্গে লড়াই করে মুর্শিদাবাদের কান্দী র “পথ” পত্রিকার যুগ্মসম্পাদক কবি মোহাম্মদ রহিম সেখ(৫৩) চলে গেলেন না ফেরার দেশে । কয়েকদিন আগে সেরিব্রাল আক্রান্ত হয়ে কলকাতার অ্যাপেলো হাসপাতালে ভর্তি ছিলেন।
রবিবার রাতে “পথ” পত্রিকার যুগ্ম সম্পাদক কবি সৈয়দ হুমায়ুন রানা বলেন, এখন একটু ভালো আছেন।
কিন্তু শেষ রক্ষা হলো না। ভীষণ সাহিত্যামোদী লোক ছিলেন। ২০২২ সালের ডিসেম্বর মাসে উনি ও কবি সৈয়দ হুমায়ুন রানার আমন্ত্রণে কান্দী গিয়েছিলাম। তার সেই আন্তরিকতার পরিচয় আমরা পেয়েছিলাম। আমাদের পাঁজর ভেঙে দিয়ে তিনি চলে গেলেন।
“যেতে নাহি দেব তবু যেতে দিতে হয়” তার এই মৃত্যুর ঘটনায় সাহিত্যজগতে নেমে এসেছে শোকের ছায়া। কলকাতা থেকে মুর্শিদাবাদ সর্বত্রই শোকের ছায়া।
কান্দী জেলখানা রোড থেকে প্রকাশিত ” অভয়া” পত্রিকার সম্পাদক কেয়া মুখার্জি রায় বলেন, আমি আমার এক আত্মার আত্মীয়কে হারালাম। রহিম ভাই ছিল আমাদের বাড়ির এক সদস্য। তার এই আকস্মিক মৃত্যুতে শোকাহত সমাজবার্তা পত্রিকার সম্পাদক কবি মোহাম্মদ মোস্তাফা সেখ ও সমাজবার্তার পরিবার।
শোকে মুহ্যমান ‘পথ পত্রিকা’র আরেক যুগ্মসম্পাদক কবি সৈয়দ হুমায়ুন রানা এছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক জয়বাংলার সম্পাদক আলী আহসান বাপি।
খুলনা গেজেট/ টিএ