আমেরিকার ভিসানীতির কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনেক দেশে নির্বাচন হচ্ছে। পৃথিবীর কোথাও ভিসানীতি যায় না। শুধু কী বাংলাদেশকেই পেয়ে বসেছেন? পরিস্কার জানিয়ে দিচ্ছি-আওয়ামী লীগ বন্ধুহীন নয়। দেশেও নয়, বিদেশেও নয়। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন মিলনায়তনে দলের কেন্দ্রীয় নেতারে সঙ্গে ঢাকা ও পার্শ্ববর্তী জেলার নেতাদের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
আগামী ২ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধান উপলক্ষে রাজধানীর আগারওগাঁওয়ে অনুষ্ঠেয় জনসভার প্রস্তুতি উপলক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদের বলেন, আমেরিকা ভিসানীতি দিয়েছে। এই বুঝি নিষেধাজ্ঞাও দিলো! কে কী দিলো-সেসব নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাথা ঘামান না। তিনি আরও বলেন, ১ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যনির্ভর সমাবেশ করবেন শেখ হাসিনা। ২ সেপ্টেম্বর সুধিজন জনগনকে নিয়েও সমাবেশ করবেন প্রধানমন্ত্রী। ২ সেপ্টেম্বর রাজধানীর মহাসমুদ্র দেখবে, জনতার মহাসমুদ্র। আগামী সেই মহাসমুদ্র দেখার অপেক্ষায় আছি।
খুলনা গেজেট/ টিএ