২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। শনিবার বিকেলে দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। বিষয়টি রাতে নিজেই ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন এ চিত্রনায়িকা।
পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আজ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলাম। তিনি আরও লেখেন, ইনশাআল্লাহ আগামী ২০ নভেম্বর দুপুর ৩টায় মনোনয়নপত্র জমা দেবো। মাহি আরো জানান, শনিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আমার পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আগামী ২০ নভেম্বর আমি নিজে উপস্থিত থেকে মনোনয়ন ফরম জমা দিয়ে আসবো।
সম্প্রতি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রচারণায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে মাহিয়া মাহিকে। সেখানে বিভিন্ন সভা-সমাবেশেও অংশ নেন তিনি। ১১ বছরের ক্যারিয়ারে অনেক ব্যবসা সফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি।
খুলনা গেজেট/এনএম