খুলনা, বাংলাদেশ | ২৮ কার্তিক, ১৪৩১ | ১৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২১১
  মোস্তফা সরয়ার ফারুকী ও শেখ বশির উদ্দিনকে পদত্যাগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে এক আইনজীবীর লিগ্যাল নোটিশ
  গণমাধ্যমে স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সংস্কার কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আরও ৩৮ জন

গেজেট ডেস্ক

আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে ৩১ পৌরসভায় নির্বাচন হবে। একই দিন চারটি উপজেলা ও তিনটি ইউনিয়ন পরিষদেও নির্বাচন হবে। ওই নির্বাচনগুলোর জন্য ৩৮ জন প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

আজ শনিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি ও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভার সিদ্ধান্ত মোতাবেক নিম্নে উল্লেখিত ৩১টি পৌরসভা (পঞ্চম ধাপ), চারটি উপজেলা ও তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নামের তালিকা দেওয়া হলো :

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভায় মো. হাকিবুর রহমান, জয়পুরহাট পৌরসভায় মো. মোস্তাফিজুর রহমান, বগুড়া পৌরসভায় মো. আবু ওবায়দুল হাসান, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মো. আব্দুর রশিদ, রাজশাহীর চারঘাটে মো. একরামুল হক, দুর্গাপুরে মো. তোফাজ্জল হোসেন মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

ঝিনাইদহের মহেশপুর পৌরসভায় মো. আব্দুর রশিদ খান ও কালীগঞ্জে মো. আশরাফুল আলম, যশোরের কেশবপুরে রফিকুল ইসলাম, যশোর পৌরসভায় মো. হায়দার গনি খান, ভোলা পৌরসভায় মোহাম্মদ মনিরুজ্জামান ও চরফ্যাশনে মো. মোরশেদ মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

কিশোরগঞ্জের ভৈরবে মো. ইফতেখার হোসেন, মানিকগঞ্জের সিংগাইরে আবু নাঈম মো. বাশার, গাজীপুরের কালীগঞ্জে এস. এম. রবীন হোসেন, মাদারীপুর পৌরসভায় মো. খালিদ হোসেন ও শিবচরে মো. আওলাদ হোসেন খান মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

জামালপুরের দেওয়ানগঞ্জে মিসেস ফারীন হোসেন, ইসলামপুরে মো. আব্দুল কাদের সেখ, মাদারগঞ্জে মির্জা গোলাম কিবরিয়া (কবির) ও জামালপুর পৌরসভায় মোহাম্মদ ছানোয়ার হোসেন, ময়মনসিংহের নান্দাইলে মো. রফিক উদ্দিন ভুইয়া ও হবিগঞ্জ পৌরসভায় আতাউর রহমান সেলিম মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় নায়ার কবির, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মতলব পৌরসভায় মো. আওলাদ হোসেন, শাহরাস্তি পৌরসভায় হাজি আবদুল লতিফ, লক্ষ্মীপুরের রায়পুরে মো. গিয়াস উদ্দীন রুবেল ভাট, চট্টগ্রামের মীরসরাই পৌরসভায় গিয়াস উদ্দিন ও বারৈয়ারহাটে মোহাম্মদ রেজাউল করিম, রাউজানে মো. জমির উদ্দিন (পারভেজ), রাঙ্গুনিয়ায় মো. শাহজাহান সিকদার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

রাজশাহীর পবায় মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী, ঝিনাইদহের শৈলকূপায় মোছা. শেফালী বেগম, ফরিদপুরের মধুখালীতে মো. শাহিদুল ইসলাম ও কুমিল্লার দেবিদ্বারে মো. আবুল কালাম আজাদ উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদে মো. দেলওয়ার হোসেন, ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়ন পরিষদে মোসা. রাবেয়া বেগম ও চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদে মো. সেলিম খান চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

গত ১৯ জানুয়ারি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর পঞ্চম ধাপে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ ফেব্রুয়ারি, প্রার্থিতা বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি ও প্রতীক বরাদ্দ ১২ ফেব্রুয়ারি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!