খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

আওয়ামী লীগের কোমর ভেঙ্গে গেছে : ফখরুল

গেজেট ডেস্ক

‘বিএনপির হাটু ভাঙ্গা’ আওয়ামী লীগের সাধারন সম্পাদকের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কোমর ভেঙ্গে গেছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতায় টিকে আছে। শিক্ষা প্রতিষ্ঠানে সোনার ছেলেদের হাতে তারা লাঠি তুলে দিচ্ছেন। ইডেন কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈরাজ্য সৃষ্টি করেছে এই সরকার। এর মধ্যদিয়ে আওয়ামী লীগ ইতিমধ্যেই পরাজয় শিকার করে নিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের ওপর ছাত্রলীগের নৃশংস হামলার প্রতিবাদে সমাবেশ আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রদল।

সমাবেশে সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, এখনো সময় আছে উল্টো-পাল্টা কথা না বলে শান্তিপূর্ণভাবে পদত্যাগ করুন । সেইভ এক্সজিট নিন এবং একটা নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন, সংসদ বিলুপ্ত করুন। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ বরাবরই একটি সন্ত্রাসী দল। তাদের জন্ম হয়েছে সন্ত্রাসের মধ্য দিয়ে। সেই জন্য একদিকে তারা বলে আমার সোনার ছেলেদের হাতে আমি কলম তুলে দিয়েছি। এই ছাত্রলীগের ছেলেরা তাদের সোনার ছেলে। অন্যদিকে,সোনার ছেলেদের হাতে তারা বন্দুক, পিস্তল, লাঠিসোঁটা সবকিছু তুলে দিয়েছে।

তিনি বলেন, পরিকল্পিতভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা সংঘাতে লিপ্ত হয়েছে, ইডেন কলেজে নিজেরা মারামারি-চুলাচুলি করে ভয়ঙ্কর ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারা নিজেদের কমিটির বিরুদ্ধে গিয়ে বিশ্ববিদ্যালয়ে তালা লাগিয়েছে। দেশের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসীরা নৈরাজ্য সৃষ্টি করেছে।

মির্জা ফখরুল বলেন, গত ২২ আগস্ট থেকে জনগণের দাবি নিয়ে আন্দোলন শুরু করেছি সেখানে যখন মানুষ জেগে উঠছে , তখন তারা তা দমন করার জন্য সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। তারা পাঁচজনকে গুলি করে হত্যা করেছে, মিথ্যা মামলা দিয়ে ২৫ হাজারের উপরে নেতাকর্মীদের আসামি বানিয়েছে, ৩ হাজারের মতো নেতাকর্মীকে আহত করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ ইতোমধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছে। কেন? কারণ তারা শান্তিপূর্ণ সমাবেশে, শান্তিপূর্ণ মিছিলে, লাঠি, বন্দুক এবং টিয়ার গ্যাস নিয়ে আক্রমণ শুরু করেছে।

বিএনপি মহাসচিব বলেন, ১৫ বছর ধরে অত্যাচার- গুম-হত্যা করেছে। কিন্তু আজকে জনগণের উত্তাল তরঙ্গ শুরু হয়েছে। ছাত্র সমাজকে বলব, এদেশে যত পরিবর্তন হয়েছে ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে হয়েছে। বিশ্বাস করি, এবারো যে পরিবর্তন হবে তা ছাত্রদলের আত্মত্যাগের মধ্য দিয়ে হবে। একটা দূর্বার গণআন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পদত্যাগের বাধ্য করতে হবে। জনগণের বিজয় হবেই।

মুন্সীগঞ্জের শহীদুল ইসলাম শাওন পুলিশের গুলিতে মারা গেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, পুলিশ বলছে শাওন নাকি ইটের আঘাতে মারা গেছেন। অথচ, চিকিৎসকরা ডেথ সার্টিফিকেটে স্পষ্ট করে বলেছেন শাওন গুলিতে মারা গেছে। বিএনপির মহাসচিব পুলিশের বক্তব্য প্রত্যাখান করেন। জাতিসংঘ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়েস অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে যে বক্তব্য দিয়েছেন তা সত্য নয় দাবি করে মির্জা ফখরুল বলেন, ভয়েস অফ আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলেই দেশের মানুষ ভোট দিতে পারে, তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। এ কথা শুনে দেশের মানুষ হাসে।

ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যোগ দিতে দুপুর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাগত হতে শুরু করে নেতাকর্মীরা। ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ব্যানার ও ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে অংশ নিয়েছে।

সমাবেশকে ঘিরে দলটির কেন্দ্রীয় কার্যালয়সহ এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তার বলায় গড়ে তোলে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!