খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

আওয়ামী লীগের কার্যনির্বাহীতে যারা আছেন

গেজেট ডেস্ক

নির্বাচনের বছর খানেক আগে অনুষ্ঠিত এই সম্মেলনে গঠিত নতুন কমিটিতে তেমন কোনো পরিবর্তন আনেনি আওয়ামী লীগের হাই কমান্ড।

আওয়ামী লীগের ২২তম কাউন্সিলে টানা দশমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং টানা তৃতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

প্রথমবারের মতো দলের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন তাজউদ্দীনকন্যা সিমিন হোসেন রিমি এবং মোস্তফা জালাল মহিউদ্দীন। এখন পর্যন্ত কমিটির মুখ তারা দুজনই। তবে কয়েকটি পদ ফাঁকা থাকায় আসতে পারে চমক।

আর প্রেসিডিয়ামে রাখা হয়নি গত কার্যনির্বাহী সংসদে থাকা তিন জনকে। তারা হলেন নুরুল ইসলাম নাহিদ, রমেশ চন্দ্র সেন ও আব্দুল মান্নান খান।

গত কমিটির উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলামের পদোন্নতি ঘটেছে। তিনি দায়িত্ব পালন করবেন ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে। আর এই পদে থাকা সুজিত রায় নন্দীও পদোন্নতি পেয়ে দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগের নতুন কমিটি যেরকম হলো:

সভাপতি: শেখ হাসিনা

সভাপতিমণ্ডলীর সদস্য: বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, পীযুষ কান্তি ভট্টাচার্য্য, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এএইচএম খায়রুজ্জামান লিটন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, কামরুল ইসলাম, সিমিন হোসেন রিমি এবং মোস্তফা জালাল মহিউদ্দীন।

সাধারণ সম্পাদক: ওবায়দুল কাদের

যুগ্ম-সাধারণ সম্পাদক: মাহবুবউল-আলম হানিফ, ডা. দীপু মণি, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম

কোষাধ্যক্ষ: এইচ এন আশিকুর রহমান

অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক: ওয়াসিকা আয়শা খান

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: ড. শাম্মী আহমেদ

আইন বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু

কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক: ফরিদুন্নাহার লাইলী

তথ্য ও গবেষণা সম্পাদক: ড. সেলিম মাহমুদ

ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: আমিনুল ইসলাম

দপ্তর সম্পাদক: ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

ধর্ম বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা

প্রচার ও প্রকাশনা সম্পাদক: ড. আবদুস সোবহান গোলাপ

বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক: দেলোয়ার হোসেন

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর

মহিলা বিষয়ক সম্পাদক: মেহের আফরোজ চুমকি

মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস

যুব ও ক্রীড়া সম্পাদক: হারুনুর রশীদ

শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক: শামসুন নাহার চাঁপা

শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক: মো. সিদ্দিকুর রহমান

সংস্কৃতি বিষয়ক সম্পাদক: অসীম কুমার উকিল

স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক: ডা. রোকেয়া সুলতানা

মহিলা বিষয়ক সম্পাদক: জাহানারা বেগম

সাংগঠনিক সম্পাদক: আহমদ হোসেন, বি. এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন, মির্জা আজম, অ্যাডভোকেট আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী

উপ-দপ্তর সম্পাদক: সায়েম খান

পদ ফাঁকা রয়েছে:

শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ ফাঁকা রাখা রয়েছে।

সদস্য: কারও নাম ঘোষণা করা হয়নি। সভাপতিমণ্ডলীর সদস্যদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরে সদস্যদের নাম ঘোষণা করা হবে।

বাদ পড়েছেন যারা

সভাপতিমণ্ডলীর সদস্য থেকে বাদ পড়েছেন নুরুল ইসলাম নাহিদ, রমেশ চন্দ্র সেন এবং আব্দুল মান্নান খান।

সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসা সাখাওয়াত হোসেন শফিক এবং শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাকের দায়িত্ব থাকা হাবিবুর রহমান সিরাজ বর্তমান কার্যনির্বাহী কমিটি থেকে বাদ পড়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের ছাড়া আর যাদের নাম শোনা গিয়েছিল, তারা সবাই স্বপদে বহাল আছেন।

খুলনা গেজেট/ বিএমএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!