খুলনা, বাংলাদেশ | ২১ মাঘ, ১৪৩১ | ৪ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
  বিশ্ব ইজতেমা দ্বিতীয় ধাপে আরও এক মুসল্লির মৃত্যু, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ জনে
  সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ডা. আব্দুল আজিজ ঢাকায় গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতার অত্যাচার থেকে বাঁচার দাবিতে মানববন্ধন

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কিসলুর রহমান খোকন (৫৫) অত্যাচার, নির্যাতন, জমি দখল, মিথ্যা মামলা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের হাত থেকে রক্ষা পেতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ইউনিয়নের তুলাতলা নামক স্থানে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধনকারীরা বলেন, আওয়ামী সরকারের শাসনামলে গ্রামের সাধারণ মানুষের ওপর জুলুম নির্যাতন চালিয়েছে কিসলুর রহমান খোকন। সরকার পতনের পরও তার চাঁদাবাজি ও সন্ত্রাসীকার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার নামে বিভিন্ন অপরাধমূলক অসংখ্য মামলা থাকার পরেও বহাল তবিয়তে রয়েছেন। তাকে গ্রেপ্তারকরে এলাকাবাসীর শান্তি নিশ্চিত করার দাবি করেন তারা।

কিসলুর রহমানের অত্যাচারে ক্ষতিগ্রস্ত মোঃ রাসেল খান বলেন, আমার মা মৃতঃ আলেয়া বেগম ও আমার বোন নুসরাত জাহান এবং আমার নিজ নামীয় কবলাকৃত ও স্বত্ব দখলীয় সম্পত্তিতে ২০০০ সাল থেকে আমরা বসবাস করে আসছি। ওই জমিতে আমার বসত ঘর, পুকুর, মৎস্য ঘের এবং বিভিন্ন ধরনের গাছপালা ও মায়ের কবরস্থান রয়েছে। কিন্তু গেল ১ ফেব্রুয়ারি ওই জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করলে কিসলু ৪-৫জন সন্ত্রাসী উক্ত কাজে বাধা দেয়। অন্যায়ভাবে জমিজমা দাবী করে ঝামেলা সৃষ্টি করে। আমরা তার অত্যাচার থেকে বাচতে চাই। আরেক ক্ষতিগ্রস্ত আনছার হাওলাদার বলেন, কিসলুর রহমান খোকন আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছে, চাদা না দিলে জমি থেকে উচ্ছেদ করবে।

এলাকার ৮০ বছরের বৃদ্ধ জয়নাল আবেদীন বলেন, আমার অনেক কষ্টের জমি জায়গা আওয়ামী লীগের আমলে মিথ্যা মামলা দিয়ে জোর পূর্বক জমি দখল করে নিয়েছে কিসলু। আমি জমি ফেরত চাই।স্থানীয় বিএনপি নেতা আতিয়ার রহমান বলেন, ভূমি দস্য আওয়ামী লীগ নেতা কিসলুর রহমান খোকন আমার ছয় কাঠা জমি দীর্ঘ পনের বছর জোর করে ভোগ করছে। কিসলুর রহমান খোকনের জন্মের আগে ও এই জমি আমার বাপ খেয়ে আসছে। জমি আমি চাইতে গেলে মিথ্যা মামলা গুম খুনের ভয় দেখাত। এর বিচার হওয়া উচিত।

এবিষয়ে অভিযুক্ত কিসলুর রহমান খোকন বলেন, আমি কারও জমি দখল করিনি।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!