খুলনা, বাংলাদেশ | ২৮ কার্তিক, ১৪৩১ | ১৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপু‌রের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের
  বাকুতে জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য বেগম রোজী কবির মারা গেছেন

‘আওয়ামী লীগের আমলে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছিল’

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছিল, কোনো সভা-সমাবেশ করতে দেয়া হয়নি।

রবিবার (১০ নভেম্বর) বিকেলে শহরের স্বাধীনতা উদ্যানে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাগেরহাটে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এখন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। তবে এই অন্তর্র্বতীকালীন সরকার বেশিদিন ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করলে তার ফল ভালো হবে না। অবিলম্বে সংসদ নির্বাচনের তারিখ ঘোষনা করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নে সকল শ্রেণীর মানুষকে সম্পৃক্ত করতে হবে।

বাগেরহাট জেলা বিএনপি সভাপতি প্রকৌশলী এটিএম আকরাম হোসের তালিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য শেখ মুজিবর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, শেখ ওয়াহিদুজ্জামান দিপু, শেখ কামরুল ইসলাম গোরা, ওয়াহিদুল ইসলাম পল্টু,অধ্যাপক হাদিউজ্জামান হিরো, শেখ শমশের আলী মোহন, শেখ এসকেন্দার হোসেন, শেখ শাহেদ আলী রবি, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম প্রমুখ।

এর আগে দিবসটি উপলক্ষে জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। পরে শোভযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সমাবেশে যোগ দেয়।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!