খুলনা, বাংলাদেশ | ১৪ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ১০৪
  বগুড়ায় ট্রাকচাপায় বাবা-মেয়েসহ নিহত ৩
  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল

আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার ডিফেন্ডার ছিলেন বেনজীর : ফখরুল

গেজেট ডেস্ক 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেনজীর ছিলেন আওয়ামী লীগের ক্ষমতায় রাখার ডিফেন্ডার। তিনি বিরোধী মতকে দমনে নিষ্ঠুর নির্যাতন করেছেন। বুধবার (৫ মে) জাতীয় প্রেসক্লাবে ওলামা দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যখন সাবেক পুলিশপ্রধান বেনজীরের দুর্নীতির খবর বের হচ্ছে তখন বেনজীর আওয়ামী লীগের কেউ নন ওবায়দুল কাদেরের এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলেই মোদি একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি আমাদেরও নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে, যাতে সাধারণ মানুষ ভোট দিতে পারে।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ আলেম ওলামা এবং ধর্মপ্রাণ মানুষের উপর নির্যাতন করছে। আওয়ামী লীগ স্কুল সিলেবাসে অনেক কিছু পরিবর্তন করেছে যা আমাদের কৃষ্টির সাথে যায় না। ধর্মহীনরাষ্ট্র গড়তে চায় তারা।

এখন সংগ্রাম দেশকে মুক্ত করার ডাক, গণ আন্দোলন সৃষ্টি করে তাদের পরাজিত করতে হবে। ক্ষমতাসীনরা আবারও একদলীয় বাকশাল প্রতিষ্ঠার জন্য আবার বিভিন্ন উপায়ে কাজ করছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!