খুলনা, বাংলাদেশ | ১১ মাঘ, ১৪৩১ | ২৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নগরীর শেখপাড়া তেতুলতলায় খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অর্নব কুমার সরকার গুলিতে নিহত

আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে এশিয়ারই ১০ জন, কেউ নেই ভারত ও বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের কেউ নেই। ভারতেরও কেউ নেই। কোথায়? ২০২৪ সালের পারফরম্যান্সের ভিত্তিতে বানানো আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে।

এক কথায়, বাংলাদেশ ও ভারতের ক্রিকেটারদের জায়গা হয়নি এই একাদশে। অবশ্য বাংলাদেশ ও ভারতের সান্ত্বনার জায়গাও আছে। স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে ওয়ানডে মর্যাদা রয়েছে ২০টি দেশের। অস্থায়ীগুলো বাদ দিন, স্থায়ী মর্যাদা পাওয়া ১২টি দেশের মধ্যে ৮টি দেশের খেলোয়াড়দেরই জায়গা হয়নি এবারের বর্ষসেরা দলে।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের খেলোয়াড়দেরও জায়গা হয়নি। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের খেলোয়াড়দের নিয়ে ১১ জনের এই দল গঠন করা হয়েছে। সর্বোচ্চ চারজন খেলোয়াড় আছেন শ্রীলঙ্কার। পাকিস্তান ও আফগানিস্তানের তিনজন করে এবং একজন খেলোয়াড় ওয়েস্ট ইন্ডিজের। অর্থাৎ, এশিয়া মহাদেশ থেকেই রয়েছেন ১০জন খেলোয়াড়।

ওপেনিং জুটিতে পাকিস্তানের সাইম আইয়ুব ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ। ৯ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ১ ফিফটিসহ ৬৪.৩৭ গড়ে ৫১৫ রান করেছেন বাঁহাতি ওপেনার আইয়ুব। গুরবাজেরও সেঞ্চুরি ৩টি। ফিফটি করেছেন ২টি, গড় ৪৮.২, খেলেছেন ১১ ম্যাচ।

বর্ষসেরা এই দলে তিনে, চারে ও পাঁচে যথাক্রমে শ্রীলঙ্কার তিন ব্যাটসম্যান- পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস ও চারিত আসালঙ্কা। মেন্ডিস উইকেটকিপার এবং আসালঙ্কা এই দলের অধিনায়ক। ২০২৪ সালে নিশাঙ্কা ১২ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ২ ফিফটিসহ ৬৩.১ গড়ে করেছেন ৬৯৪ রান। গত বছর ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে তাঁর অপরাজিত ২১০ রানের ইনিংসও আছে। মেন্ডিস ১৭ ম্যাচে ৫৩ গড়ে করেছেন ৭৪২ রান। সেঞ্চুরি ১টি, ৬টি ফিফটি। আসালঙ্কা ১৬ ম্যাচে ৫০.২ গড়ে ১টি সেঞ্চুরি ও ৪টি ফিফটিসহ করেছেন ৬০৫ রান।

বর্ষসেরা এই দলে ছয়ে ব্যাটিংয়ে নামবেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি শেরফেন রাদারফোর্ড। গত বছর ৯ ম্যাচে ১০৬.২ গড়ে ৪২৫ রান করেন রাদারফোর্ড। সেঞ্চুরি ১টি, ৪টি ফিফটি। সাতে আফগানিস্তানের পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। গত বছর ১২ ম্যাচে ৫২.১ গড়ে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটিসহ ৪১৭ রান করেন ওমরজাই। উইকেট নিয়েছেন ১৭টি।

আটে শ্রীলঙ্কার স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। গত বছর ১০ ম্যাচে ২৬ উইকেট নেন। ১৯ রানে ৭ উইকেট গত বছর তাঁর সেরা বোলিং। নয়ে পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি। গত বছর ৬ ম্যাচে ১৫ উইকেট নেন এই বাঁহাতি পেসার। দশে পাকিস্তানেরই আরেক পেসার হারিস রউফ। ২০২৪ সালে ৮ ম্যাচে ১৩ উইকেট নেন রউফ। শেষ জায়গাটি আফগানিস্তানের ১৮ বছর বয়সী স্পিনার আল্লাহ গজনফরের। গত বছর ১১ ম্যাচে নেন ২১ উইকেট।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!