জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছে। সিলেট টেস্টে হারলেও চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে জিতেছে টাইগাররা। সিরিজজুড়ে দুর্দান্ত বোলিং করেছেন মেহেদি হাসান মিরাজ। তার প্রতিফলন হিসেবে আইসিসি থেকেও সুখবর পেয়েছেন তিনি। বুধবার (৩০ এপ্রিল) পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
যেখানে জিম্বাবুয়ে সিরিজের দুই ম্যাচে ১৫ উইকেট শিকার করে চার ধাপ এগিয়েছেন মিরাজ। টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ২৬তম স্থানে উঠে এসেছেন তিনি।
প্রথম ম্যাচে হারলেও প্রথম বাংলাদেশি হিসেবে তৃতীয়বার এক টেস্টে অন্তত ১০ উইকেট শিকার করেন মিরাজ। চট্টগ্রাম টেস্টে শতকের পাশাপাশি ৫ উইকেটও শিকার করেছেন ২৭ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার। এমন পারফরম্যান্সের দরুণ পান সিরিজসেরার পুরস্কারও।
সিলেট টেস্টে তিন উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে জিম্বাবুয়ের ওয়েলিংটন মাসাকাদজার সঙ্গে যৌথভাবে ৬৮তম স্থানে আছেন নাহিদ রানা। এক উইকেট নেওয়া খালেদ আহমেদ দুই ধাপ এগিয়ে এখন ৮৫ নম্বরে। টেস্ট বোলারদের মধ্যে আগের মতোই সবার উপরে ভারতের জাসপ্রিত বুমরাহ।
এদিকে ব্যাটারদের তালিকায় পাঁচ ধাপ উন্নতি হয়েছে মুমিনুল হকের। ৫৩তম থেকে ৪৮তম স্থানে উঠে এসেছেন তিনি। বড় লাফ দিয়েছেন জাকের আলী, ১০ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের মধ্যে ৫০তম স্থানে উঠে এসেছেন তিনি। ৪ ধাপ এগিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আয়ারল্যান্ডের লর্কান টাকার সঙ্গে যৌথভাবে আছেন ৫২ নম্বরে। ১৪ ও ৩৩ রান করে মাহমুদুল হাসান জয় পাঁচ ধাপ এগিয়ে এখন ৯৫ নম্বরে।
তবে অবনতিও হয়েছে টাইগার ক্রিকেটারদের। জিম্বাবুয়ে সিরিজে না থাকায় ব্যাটসম্যানদের মধ্যে এক ধাপ লিটনের এবং ৮ ধাপ মুশফিকুর রহিম।
খুলনা গেজেট/এএজে