খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯০
  কিশোরগঞ্জের ভৈরবে বাসা থেকে ২ সন্তানসহ বাবা-মায়ের মরদেহ উদ্ধার
  কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭

আইসিসি’র বর্ষসেরা ওয়ানডে দলে সাকিব, মুশফিক ও মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত দলে সর্বোচ্চ তিনজন জায়গা পেয়েছেন বাংলাদেশ থেকে। দুইজন করে আছেন পাকিস্তান, সাউথ আফ্রিকা, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা থেকে।

দলের ওপেনিংয়ে আছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও সাউথ আফ্রিকার ইয়ানেমান মালান। তিন ও চারে খেলবেন পাকিস্তানের দুই ওয়ানডে স্পেশালিস্ট ফখর জামান ও বাবর আজম।

বাবরকে এ বিশ্ব একাদশের অধিনায়কও নির্বাচিত করেছে আইসিসি। অধিনায়কের পর ব্যাট হাতে নামবেন সাউথ আফ্রিকার হার্ড হিটার রাসি ফন ডার ডুসেন।

এরপরই আছেন বিশ্বসেরা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। উইকেটকিপারের দায়িত্ব থাকবেন মুশফিক।

শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা আছেন দলের স্পিন আক্রমণে। তার সঙ্গে থাকছেন আয়ারল্যান্ডের অফব্রেক বোলার সিমি সিং।

পেইসার বোলিং জুটিতে রয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ও শ্রীলঙ্কার দুষ্মন্ত চামিরা।

একাদশে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও জিম্বাবুয়ে থেকে কেউ সুযোগ পাননি।

বুধবার সেরা টি-টোয়েন্টির সেরা একাদশ প্রকাশ করে আইসিসি। সেখানে সুযোগ পান মুস্তাফিজুর রহমান।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!