খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের

আইলার ১৩ বছর পূর্তি : ঘুরে দাঁড়ানোর চেষ্টায় উপকূলীয় অঞ্চলের মানুষ

শেখ নাদীর শাহ্,পাইকগাছা

আজ ২৫ মে প্রলয়ংকারী ঘুর্ণিঝড় আইলার ১৩ বছর পূর্তি। ২০০৯ সালের আজকের দিনে আইলা পাইকগাছা-কয়রাসহ গোটা উপকূলীয় এলাকা লন্ডভন্ড করে ব্যাপক ক্ষতিসাধন করেছিল। বিস্তীর্ণ জনপদের বিভিন্ন এলাকায় পাউবোর দুর্বল ভেড়িবাঁধ ভেঙ্গে গ্রামের পর গ্রাম লবণ পানিতে তলিয়ে যায়। এতে বহু কাঁচা-পাকা ঘর বাড়ি, ফসলের ক্ষেত ও মাছের ঘের ভেসে গিয়ে কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখিন হয়। হাজার হাজার গবাদি পশুর মৃত্যু হয়। উপকূলজুড়ে অর্থনীতিতে পড়ে বিরুপ প্রভাব। বহু মানুষ গৃহহারা হয়ে রাস্তার উপর আশ্রয় নেয়। শ্রমজীবি পরিবারে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করে। দেখা দেয় সুপেয় পানির সংকট। জেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা। গোটা এলাকায় বিভিন্ন রোগ জীবাণু ছড়িয়ে পড়ে, অবর্ণনীয় দূর্ভোগের মুখে পড়ে উপকূলীয় জনমানুষ।

ভয়াবহ মানবিক বিপর্যয় কাটিয়ে উঠতে সরকারের পাশাপাশি বিভিন্ন দাতা সংস্থা, এনজিও, সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবি সংগঠন দুর্যোগকবলিত মাানুষের কল্যানে এগিয়ে আসেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়রা সফরকালে বাগালিতে জনসভায় ক্ষতিগ্রস্থ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতসহ উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সবুজ বেষ্টনি গড়ে তোলার ঘোষণা দেন।

আইলা পরবর্তী গত ১৩ বছরে অবস্থার উত্তরণ হলেও এর ক্ষত কাটিয়ে উঠতে পারেননি অনেকেই। এখন পর্যন্ত পাউবো দু’ উপজেলায় ঝুঁকিপূর্ণ পোল্ডার অভ্যন্তরে জরুরী ভিত্তিতে বেড়িবাঁধ নির্মাণ করলেও পরবর্তী  ফনি, আম্পান ও ইয়াস দুর্যোগগুলোতে তা ধোপে টেকেনি। এসব দুর্যোগে এমনকি জোয়ারের অতিরিক্ত পানির চাপে পাইকগাছা ও কয়রার বিভিন্ন পোল্ডারে ভেড়িবাঁধ ভাঙ্গনে ঐ সকল এলাকায় ক্ষয় ক্ষতির ঘটনা ঘটে। বেড়িবাঁধ না টেকার কারণ হিসেবে স্থানীয়রা অপরিকল্পিত চিংড়ি চাষে বেড়িবাঁধ ও স্লুইচগেটগুলোর অপব্যবহারকে দায়ী করে লবণ পানি বিরোধী জনমত গড়ে তোলে।ইতোমধ্যে অনেক এলাকায় লবণ পানির পরিবর্তে মিষ্টি পানিতে মাছ চাষের পাশাপাশি ধানসহ নানা মৌসুমী ফসল উৎপাদনের দিকে ঝুঁকে পড়েছেন অনেকেই। সব মিলিয়ে গতি ফিরেছে সার্বিক অর্থনৈতিক উন্নয়নে।

এদিকে অভিযোগ ওঠে উপকূলীয় অঞ্চলে সরকারের ব্যাপক পরিকল্পনা থাকা সত্ত্বেও দীর্ঘ দিনেও মজবুত ও টেকসই বেঁড়িবাঁধ নির্মাণ করতে না পারা নিয়ে। তবে সর্বশেষ সরকার কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মাণে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ
দিয়েছেন।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সুপেয় পানি নিশ্চিত করতে সরকারসহ ইউএনডিপি এখন পর্যন্ত দুই উপজেলায় প্রায় দশ হাজার পানির ট্যাংক সরবরাহ করেছে। এখনও আসার অপেক্ষায় রয়েছে প্রায় সাত হাজার জলাধার। দুই উপজেলায় ৪০ টি পুকুর খনন করা হয়েছে। ৩০০ টি নলকুপ ও ১০ টি সোলার পিএস স্থাপন করা হয়েছে। পাইকগাছার জলাবদ্ধতা নিরসনে ১০ কোটি টাকা ব্যয়ে নাসিরপুর ৯ ও পোদা নদী ৭ কি:মি: খাল খননের কাজ শুরু হয়েছে। শালিখা হতে আমাদী পর্যন্ত ৩২ কি:মি: কপোতাক্ষ নদ খনন প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তবে নানা জটিলতায় অনেক খালখনন কার্যক্রম বাঁধাগ্রস্থ হচ্ছে। এর জন্য অবশ্য কতিপয় চিংড়ী
চাষী ও প্রভাবশালীরা দায়ী বলে মনে করছে মৎস্য অধিদপ্তর।

সর্বশেষ আইলার ১৩ বছরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সুন্দরবন উপকূলীয় পাইকগাছা-কয়রার মানুষ। প্রাকৃতিক দূর্যোগ প্রশমনে তারা সরকারের সহযোগীতার পাশাপাশি জনসচেতনতা গড়ে তোলারও আহ্বান জানান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!