সারাদেশে আর এস এস ও কর্পোরেট পরিচালিত বিজেপি সরকার যেভাবে দেশব্যাপী বিভাজন তৈরি করছে তার বিরুদ্ধে ইণ্ডিয়া পিপলস কালচারাল অ্যাসোসিয়েশন বা আইপিসিএ (ভারতীয় গণসংস্কৃতি সংঘ) শনিবার কলকাতায় বিশাল সম্প্রীতি যাত্রা করে নজির সৃষ্টি করল। এদিনের সম্প্রীতি যাত্রার আরও দুই সহযোগী সংগঠন হল প্রগতি লেখক সংঘ ও উত্তরাধিকার।
এদিন সম্প্রীতি-যাত্রা হয়েছে কলেজ স্কোয়ার থেকে ভায়া স্বামী বিবেকানন্দের ভিটা ছুয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত জোড়াসাঁকো ঠাকুর বাড়ি পর্যন্ত। সম্প্রীতি যাত্রার উদ্বোধন করেন বিশিষ্ট চিন্তাবিদ ও নাট্যব্যক্তিত্ব অধ্যাপক শমীক বন্দ্যোপাধ্যায়।
তিনি তার ভাষণে বলেন, কর্পোরেট ও আর এস এস নিয়ন্ত্রিত বিজেপি যেভাবে আমাদের দেশের বহুত্ববাদ ও পরম্পরাকে নষ্ট করছে তার বিরুদ্ধে এই পদযাত্রা দীর্ঘ সময় ধরে চলবে। এমন একটি শক্তি আমাদের দেশের রাজ ক্ষমতায় রয়েছে তারা কোনো সংবিধানের ধার ধারে না। এরা বিরোধী শক্তির কন্ঠরোধ করতে চায়। এরা ভীষণ সাম্প্রদায়িক ফ্যাসিস্ট। এই শক্তিকে মোকাবিলা করতে হলে লেখক-কবি-সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এর জন্য যা যা করার তাই তাই করব।
এই যাত্রা শুরু হয়েছে ২৮ সেপ্টেম্বর ভগৎ সিং-এর জন্মদিন থেকে। শেষ হবে আগামী বছর ৩০ জানুয়ারি বাপজীর হত্যাদিবস পর্যন্ত।
এদিন আইপিসিএ ও প্রগতি লেখক সংঘের নেতৃবৃন্দ বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান।
খুলনা গেজেট/এনএম