আইপিএলের সময় বাংলাদেশ দলের শ্রীলংকা সফর পড়ে যাওয়ায় আইপিএলকেই বেছে নিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা বেছে নিলেন নিজের দেশকেই।
জানা গেছে, সাকিবের মতো একই সমস্যায় পড়তে যাচ্ছেন এ প্রোটিয়া পেসার। আইপিএল চলাকালীন ৪টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে দ. আফ্রিকা সফরে যাচ্ছে পাকিস্তান।
সময়-সূচি এখনও নির্ধারণ করা না হলেও সিরিজ দুটি আগামী ২ থেকে ১৬ এপ্রিলের মধ্যে হবে বলে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন সমস্যায় পড়ে রাবাদা জানিয়েছেন, আইপিএলে খেলার চেয়ে দেশের হয়ে খেলাকেই বেশি পছন্দ করেন তিনি।
২৫ বছর বয়সী এ প্রোটিয়া পেসার স্থানীয় সংবাদমাধ্যম আইওএলকে বলেছেন, ‘আমার কাছে দেশ সবার আগে। আইপিএলের শুরুর সময়ে যদি পাকিস্তানের বিপক্ষে আমাদের সিরিজ অনুষ্ঠিত হয়, তাহলে আমি হয়তো আইপিএলের এক সপ্তাহ মিস করব। ভারতে দিল্লি আমার ঘর, কিন্তু জাতীয় দলের খেলা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ’
গত আইপিএলে নজরকারা পারফর্মেন্স দেখিয়েছেন রাবাদা। আরব আমিরাতে অনুষ্ঠিত আইপিএল-২০ এ সর্বোচ্চ উইকেট শিকারি এ প্রোটিয়া পেসার।
১৭ ম্যাচে ৩০টি উইকেট নিয়েছিলেন রাবাদা। দুটি ম্যাচে পেয়েছেন ৪টি করে উইকেট। তাই এমন পারফরমারকে প্লেয়ার ড্রাফটে দলে রেখে দিয়েছে দিল্লি ক্যাপিটাল। আর দেশের জন্য সেই আইপিএলকে কম গুরুত্বপূর্ণ ভাবছেন রাবাদা। তথ্যসূত্রঃ টাইমস অব ইন্ডিয়া
খুলনা গেজেট/কেএম