ক্রিকেটে ভারত-পাকিস্তানের দ্বন্দ্বটা বহু পুরোনো। এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সেই দ্বন্দ্ব চোখে পড়ল। প্রায় একই সময়ে এবার মাঠে গড়াতে যাচ্ছে দুটি ফ্র্যাঞ্চাইজি আসর আইপিএল ও পিএসএল। যার ফলে দুটির একটিকে বেছে নিতে হচ্ছে ক্রিকেটারদের। আর তা করতে গিয়েই এবার শাস্তি পেতে হয়েছে প্রোটিয়া পেসার করবিন বশকে।
আজ থেকে শুরু হতে যাওয়া এবারের পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলার কথা ছিল বশের। এই প্রোটিয়ার পেসারকে ড্রাফট থেকে দলে ভিড়িয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে আইপিএলের আগমুহূর্তে বদলি পেসার হিসেবে তাকে দলে ডাকে মুম্বাই ইন্ডিয়ান্স। বশও রাজি হয় তাতে। পিএসএলকে না বলে দিয়ে আইপিএলকে বেছে নেয়। যা পিএসএলের নিয়মের বাইরে।
এই নিয়ম ভাঙায় বশকে পিসিবি আইনি নোটিশ পাঠিয়েছিল। এবার প্রোটিয়া এই পেস-অলরাউন্ডারকে এক বছরের জন্য পিএসএলে নিষিদ্ধ করেছে পিসিবি। কেবল নিষেধাজ্ঞাই নয়, বশকে আর্থিক জরিমানাও করেছে পিএসএল কর্তৃপক্ষ। তবে জরিমানার অঙ্কটা প্রকাশ করেনি তারা।
ক্রিকেটারদের সঙ্গে চুক্তিতে অপ্রকাশযোগ্য নীতিমালা থাকায় বিষয়টি গোপন রয়েছে বলে এক সূত্রের বরাতে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। পিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বশ জানিয়েছেন, ‘পিএসএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তে আমি লজ্জিত। সে কারণে পাকিস্তান, পেশোয়ার জালমিসহ ক্রিকেট সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’
এক বছরের নিষেধাজ্ঞা পেলেও ভবিষ্যতে পিএসএলে খেলার আশা প্রকাশ করেন ৩০ বছর বয়সি এই পেসার। জানান, ‘এটি আমার জন্য কঠিন শিক্ষা। তবে এই অভিজ্ঞতা থেকে আমি শেখার প্রতিশ্রুতি দিচ্ছি।’
খুলনা গেজেট/এনএম