খুলনা, বাংলাদেশ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৭ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯০
  কিশোরগঞ্জের ভৈরবে বাসা থেকে ২ সন্তানসহ বাবা-মায়ের মরদেহ উদ্ধার
  কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭

আইপিএল এর টিম দিল্লির বাসে হামলা

ক্রীড়া প্রতি‌বেদক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল দিল্লি ক্যাম্পিটালসের টিম বাসে হামলার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ে।

আইপিএলের এবারের আসরের পর্দা উঠবে আগামী ২৬ মার্চ। ২৭ মার্চ নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দিল্লি। এজন্য দিল্লি দল এখন মুম্বাইয়ে অবস্থা করছে। সেখানে মঙ্গলবার রাতে একটি রাস্তার ধারে রাখা ছিল দিল্লির টিম বাসটি। অজ্ঞাত পরিচয় ৫-৬ জন হামলা চালায় টিম বাসে। ভাঙচুরের চেষ্টাও করা হয়। হামলাকারীদের পরিচয় অজানা হলেও তারা সকলেই রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) পরিবহণ শাখার সদস্য বলে জানা গেছে।

দলের বাস আক্রান্ত হলেও কেউ অবশ্য আহত হননি। ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে মুম্বাইয়ের কোলাবা থানায়। ঘটনায় অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয় জন ব্যক্তির বিরুদ্ধে আইপিসি-র ১৪৩, ১৪৭, ১৪৯ এবং ৪২৭ ধারায় এফআইআর দায়ের করেছে মুম্বাই পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, দিল্লি দলের বাসটি আনা হয়েছে উত্তরপ্রদেশ থেকে। মূলত এ কারণেই ক্ষোভ হামলাকারীদের। তাদের প্রশ্ন, মুম্বাইয়ে প্রতিযোগিতা হচ্ছে অথচ স্থানীয় কোনও পরিবহণ সংস্থার থেকে কেন বাস নেওয়া হয়নি? উত্তরপ্রদেশ থেকে কেন বাস আনতে হবে? ক্রিকেটারদের হোটেল থেকে স্টেডিয়ামে যাতায়াতের জন্য উপযুক্ত বাস কি মুম্বাই বা মহারাষ্ট্রে নেই?

এই ঘটনায় প্রশান্ত গাঁধী আর সন্তোষ যাদব নামে দআই জন এবং আরও এক জন এমএনএস কর্মীকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। বাসে হামলা চালানোর ঘটনায় আর কারা যুক্ত তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!