খুলনা, বাংলাদেশ | ২২ পৌষ, ১৪৩১ | ৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নড়াইলে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত, আহত ২
  চিকিৎসার জন্য আগামীকাল লন্ডন যাবেন খালেদা জিয়া : ফখরুল; কাতার আমিরের পাঠানো ‌‌’বিশেষ এয়ার এম্ব্যুলেন্স’ বিমানে যাবেন তিনি

আইপিএলে রাজস্থান রয়েলসের রোমাঞ্চকর জয়

ক্রীড়া প্রতিবেদক

ত্রয়োদশ আসরের নবম ম্যাচে এসে রানবন্যার এক ম্যাচ দেখলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএলের নবম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। কিন্স ইলেভেন পাঞ্জাবের দেয়া আইপিএলের রেকর্ড সর্বোচ্চ ২২৩ রানের জবাবে ৩ বল এবং ৪ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান। মায়াঙ্ক আগারওয়ালের শতকও কিংস ইলেভেন পাঞ্জাবকে জয় এনে দিতে পারলো না বোলারদের ব্যর্থতায়। ফলে জয়ের শেষ হাসি হেসেছে রাজস্থান রয়্যালস।

কিংস ইলেভেন পাঞ্জাবের দুই উদ্বোধনী ব্যাটসম্যান দলের পক্ষে দুর্দান্ত শুরু করেছিলেন। ৫০ বলে ১০৬ রান করেন মায়াঙ্ক। অপরদিকে ৫০ বলে ৬৯ রান করেন লোকেশ রাহুল। তারা দুইজনে গড়েছিলেন ১৮৩ রানের জুটি।

এবারের আসরের দ্বিতীয় সেঞ্চুরিটি এসেছে মায়াঙ্কের ব্যাট থেকে। এটা আইপিএলের দ্বিতীয় দ্রুততম শতক৷ মাত্র ৪৫ বলে তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৭টি ছয়। ৩৮ বলে শতক হাঁকিয়ে মায়াঙ্কের ওপরে আছেন কেবল ডেভিড মিলার।

৩৫ বলে অর্ধশতক হাঁকানো রাহুল আউট হন ৬৯ রানে। শেষ দিকে ছোট ঝড় তোলেন নিকোলাস পুরান। তিনটি ছক্কা ও এক চারে করেন ২৩ রান। গ্লেন ম্যাক্সওয়েল অপরাজিত থাকেন ৯ বলে ১৩ রানে।

ব্যাটসম্যানদের দুর্দান্ত ইনিংসে রাজস্থানকে ২২৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় পাঞ্জাব।

শুরুতেই জস বাটলারকে আউট করে পাঞ্জাবের বোলিংয়ে শুভ সূচনা এনে দেন শেলডন কটরেল। তবে স্টিভ স্মিথ ও সাঞ্জু স্যামসনের জুটিতে শুরুর ধাক্কা কাটাতে সময় নেয়নি রাজস্থান। দলীয় ঠিক ১০০ রানে ৫০ করে আউট হন স্মিথ। জেমস নিশামের শতক হাঁকানোর আগে করেন ২৭ বলে ৫০ রান।

স্যামসন চালিয়ে যেতে থাকেন তার দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনী। তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন রাজস্থান জয়ের পথেই ছিল। ২৭ বলে অর্ধশতক হাঁকান তিনি। এরপরেই আরও ভয়ঙ্করী হয়ে ওঠেন। শতকের আশা দেখালেও স্যামসনকে ৮৫ রানে থামিয়ে দেন মোহাম্মদ শামি। রাহুলের তালুবন্দী হওয়ার আগে তিনি খেলেন ৪২টি বল এবং চারটি চার ও সাতটি ছক্কা হাঁকান।

স্যামসন ফেরার পরে হাত খুলে খেলতে থাকেন রাহুল তেবাটিয়া। শেলডন কটরেলের এক ওভারে পাঁচটা ছক্কা হাঁকান তেবাটিয়া। ৩০ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। তবে পরেই বলেই আউট হয়ে ফিরে যান। এদিকে আর্চার এসে প্রথম দুই বলেই ছক্কা হাঁকিয়ে ম্যাচ রাজস্থানের হাতের মুঠোই নিয়ে চলে আসেন।

শেষ ওভারে রাজস্থানের প্রয়োজন ছিল ২ রান। রাহুল পরাগ আউট হলেও টম কারান নেমেই চার হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন। আর্চার ৩ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন। তেবাটিয়া ৭ ছক্কায় করেন ৫৩ রান। ফলে ৪ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে রাজস্থান।

সংক্ষিপ্ত স্কোর

কিংস ইলেভেন পাঞ্জাব ২২৩/২ (২০ ওভার)
মায়াঙ্ক ১০৬, রাহুল ৬৯, পুরান ২৩*, ম্যাক্সওয়েল ১৩*;
রাজপুত ১/৩৯, কারান ১/৪৩।

রাজস্থান রয়্যালস ২২৬/৬ (১৯.৩ ওভার)
স্যামসন ৮৫, তেবাতিয়া ৫৩, স্মিথ ৫০, আর্চার ১৩*;
শামি ৩/৫৩।

৪ উইকেটে জয়ী রাজস্থান।

 

 

 

খুলনা গেজেট /এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!