চলছে বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল। মাঠের লড়াই তো বটেই মাঠের বাইরের নানা বিষয়ে বেড়েছে এই লিগের জৌলুশ। মাঠে ব্যাটে-বলে মুন্সিয়ানা দেখান ক্রিকেটাররা, আর আনন্দে মাতেন দর্শকরা। দর্শকদের সেই আনন্দ আরও বাড়িয়ে দেন মাঠে থাকা প্রতিটা দলের চিয়ারলিডাররা।
চার-ছক্কা কিংবা উইকেট পতনের সঙ্গে তাদের উদযাপনে ভিন্ন অবহ তৈরি হয় দর্শকের মাঝে। এবার মোট ৩৮ জন বিদেশি চিয়ারলিডার কাজ করছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। যাদের অধিকাংশই এসেছেন রাশিয়া, ইউক্রেন, বেলজিয়াম এবং নরওয়ে থেকে।
প্রতিটা ম্যাচের জন্য বেশ মোটা অঙ্কের টাকা পান চিয়ারলিডাররা। প্রতিটা দলের আলাদা আলাদা চিয়ারলিডার থাকে। এবারের আইপিএলে চিয়ারলিডারদের সবচেয়ে বেশি পারিশ্রমিক দিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। প্রতি ম্যাচে ৩৩ হাজার টাকা পান কলকাতার চিয়ারলিডাররা। দলের জার্সির সঙ্গে মিল রেখে ডিজাইন করা হয় তাদের পোশাক।
মুম্বাই ইন্ডিয়ান্সে দেখা মেলে সবচেয়ে মেধাবী এবং সুন্দর চিয়ার গার্লদের। এই ফ্র্যাঞ্চাইজিতে প্রতিটি মেয়ে উপাজর্ন করে ২৬ হাজার টাকার বেশি।
চিয়ারলিডারের ক্ষেত্রে যত্নশীল রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুও। তারাও প্রচুর অর্থ খরচ করে ওদের পেছনে। টাকার অঙ্কটা ২৬ হাজারের বেশি প্রতি জনের জন্য। এর পাশাপাশি বিরাট কোহলির দল বোনাস মানিও দেয় ম্যাচ জিতলে।
রাজস্থান রয়্যালসের চিয়ারলিডাররা প্রতিটি ম্যাচের জন্য ২০ হাজার টাকা করে পান। আইপিএলে মাত্র দ্বিতীয় মৌসুমে খেলছে লখনৌ সুপার জায়ান্টস, তারাও চিয়ারলিডারদের ম্যাচ প্রতি ২০ হাজার টাকা করে দেয়।
ম্যাচ প্রতি ১৬ হাজার টাকা করে পায় পাঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটান্সের চিয়ারলিডাররা।
খুলনা গেজেট/ এসজেড