খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

আইপিএলে দর্শক রাখার পরিকল্পনা

ক্রীড়া প্রতিবেদক

দর্শকশূন্য নয়, আইপিএলে মাঠ বসে খেলা দেখার সুযোগ পেতে পারেন ক্রিকেটপ্রেমীরা৷ সংযুক্ত আরব আমিরাত সরকার অনুমোদন দিলে ইউএই ক্রিকেট বোর্ড দর্শকদের দিয়ে ৩০-৫০ শতাংশ স্টেডিয়াম পূরণ করতে আগ্রহী৷ শুক্রবার ইউএই সচিব মুবাশি উসমানী এমনটাই জানিয়েছেন।

আইপিএলের তারিখ ঘোষণার সময় চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছিলেন ১৯ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর আইপিএলে দর্শকদের ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেবে সংযুক্ত আরব আমিরশাহী সরকার৷ রবিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে আইপিএলের ত্রয়োদশ সংস্করণের পূর্ণাঙ্গ সূচি স্থির হতে পারে৷

উসমানী ফোনে বলেন, ‘একবার আমরা বিসিসিআইয়ের কাছ থেকে (ভারত সরকারের অনুমোদনে) নিশ্চয়তা পেলে আমরা সম্পূর্ণ প্রস্তাব এবং এসওপি নিয়ে আমাদের সরকারের কাছে যাব৷ যা আমাদের ও বিসিসিআই-এর প্রস্তুতি নিতে সাহায্য করবে৷’

মাঠে বসে দর্শকরা খেলা দেখতে পারবেন কিনা, এই প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘অবশ্যই আমাদের লোকেরা এই মর্যাদাপূর্ণ ইভেন্টটি অনুভব করতে চাই৷ তবে এটি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্ত৷ এখানে বেশিরভাগ ইভেন্টের জন্য স্টেডিয়ামের ৩০ থেকে ৫০ শতাংশ দর্শক ঢোকানার অনুমিত পাওয়া যেতে পারে৷ আমরা একই সংখ্যার দিকে তাকিয়ে রয়েছি৷’ তিনি আরও যোগ করেছেন, ‘আমরা সরকারের অনুমোদনের বিষয়ে আশাবাদী।’

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!