খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ
  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

আইপিএলে খেলতে না পেরে আফসোস তাসকিনের

ক্রীড়া প্রতিবেদক

আইপিএলে খেলার প্রস্তাব পেসার তাসকিন আহমেদের জন্য নতুন নয়। অতীতে নানা সময়ে ডাক পেলেও বোর্ডের অনাপত্তিপত্র না পাওয়ায় খেলা হয়নি তার। এবারও তাসকিনকে দলে নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস। বোর্ডের অনুমতি না মেলায় খেলা হচ্ছে না তার। বোর্ডের সিদ্ধান্তে আপত্তি না থাকলেও আইপিএলের মতো লিগে খেলতে না পারায় খানিকটা আফসোস আছে তাসকিনের।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বোলিং অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাসকিন।

আইপিএলের প্রসঙ্গ উঠতেই কিছুটা অভিমানী সুরে বললেন, ‘এ নিয়ে তিনবার সুযোগ এলো (আইপিএলে), এবারও মিস হলো। একটু খারাপ লাগে কারণ খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছা সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই অফার আসে।’

তিনি আরও বলেন, ‘বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণে। খেলাও থাকে, স্বাস্থ্যের ইস্যু আছে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। কিন্তু অবশ্যই ভালো লাগে না এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে। সবারই খেলার ইচ্ছে, আমারও। একই রকম আশা নিয়ে আছি যে ভবিষ্যতে আবার হবে।’

সর্বশেষ ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপেও চোট পেয়েছিলেন। সেই চোট কাটিয়ে না উঠতে পারায় ছিলেন না সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজে। বর্তমানে সম্পূর্ণ সুস্থ তিনি। মিরপুরে নিয়মিত বোলিংও করছেন। তাসকিনের আশা, আসন্ন বিপিএল দিয়েই ফিরতে পারবেন মাঠে।

তাসকিন জানান, ‘আগের চেয়ে আল্লাহর রহমতে ভালো আছি, অনেক ভালো। বিপিএলটাই টার্গেট, বিপিএল দিয়ে আবার শুরু করা। বিপিএল আসতে এখনো প্রায় দুই সপ্তাহের বেশি বাকি। ইচ্ছা আছে নতুন বছরের শুরুটা ভালো করার।’

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!