চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) লিগ পর্বের খেলা। টুর্নামেন্টের প্লে-অফের সূচি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে চূড়ান্ত হয়ে গেছে জমজমাট ও বহুল প্রতীক্ষিত প্লে-অফের ম্যাচগুলোর ভেন্যু।
প্লে-অফে অনুষ্ঠিত হয় দুটি কোয়ালিফায়ার ও একটি এলিমিনেটর ম্যাচ। সাথে আছে ফাইনালের মহারণ। লিগ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে মুম্বাই ও পুনেতে। তবে প্লে-অফ ও ফাইনাল আয়োজন করবে কলকাতা ও আহমেদাবাদ।
আহমেদাবাদের ম্যাচগুলো এবার পেতে পারে ভিন্ন মাত্রা। কারণ এবার আহমেদাবাদের প্রতিনিধিত্ব করে অংশ নিচ্ছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। দলটির যে ফর্ম, তাতে প্লে-অফ প্রায় নিশ্চিতই বলা চলে।
আইপিএলের প্লে-অফ শুরু হবে ২৪ মে। প্লে-অফের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতায়। দ্বিতীয় ম্যাচের ভেন্যুও কলকাতা, যা অনুষ্ঠিত হবে ২৬ মে। প্লে-অফের বাকি একটি ম্যাচ হবে আহমেদাবাদে, যেখানে ২৯ মে অনুষ্ঠিত হবে এবারের আসরের ফাইনাল।
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, এবারও আইপিএলের প্লে-অফের ফাঁকে হবে উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ, যা খ্যাতি পেয়েছে নারী আইপিএল হিসেবে। লক্ষ্ণৌয়ের মাঠে ২৪ মে শুরু হয়ে এর পর্দা নামবে ২৮ মে। আইপিএলের লিগ পর্বের খেলা শেষ হবে ২২ মে। এরপর থেকে সব ম্যাচে থাকবে শতভাগ দর্শক।
ভারতীয় গণমাধ্যমকে সৌরভ বলেছেন, ‘লক্ষ্ণৌয়ের মাঠে ২৪-২৮ মে উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ হবে। আইপিএলের নক আউট পর্ব হবে কলকাতা এবং লক্ষ্ণৌয়ে (আহমেদাবাদ)। ২২ মে গ্রুপ পর্বের ম্যাচ শেষ হওয়ার পর বাকি সব ম্যাচে ১০০ শতাংশ দর্শক থাকবে।’