অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্যাটিসফ্যাক্টরি (সন্তোষজনক) কিন্তু এটা আরো উন্নতির অবকাশ রয়ে গেছে। মঙ্গলবার ( ১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে তার মন্ত্রণালয়ের সেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে আরো উন্নতি ঘটে, সেজন্য সারাদেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হচ্ছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। সব লেভেল থেকে দুর্নীতি কমাতে হবে। এ বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্রর পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।
জেলা প্রশাসক সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি কৃষির উন্নয়নের বিষয়েও আলোচনা হয়।
সূত্র : বিবিসি
খুলনা গেজেট/এএজে