খুলনা, বাংলাদেশ | ১৫ মাঘ, ১৪৩১ | ২৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার, শুরু হয়েছে ট্রেন চলাচল

আইনজীবী সাইফুল হত্যা: যশোরে বিক্ষোভ, আদালত বর্জনের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক, যশোর

চট্টগ্রামে আদালতপাড়ায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশ অনুসারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে হত্যার ঘটনায় যশোরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে আইনজীবীরা। এসময় তারা হত্যাকারীদের দ্রুত আটক ও বিচারের দাবিতে জানান।

বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের সামনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় নেতৃবৃন্দ কর্মসূচি থেকে ইসকনকে দেশদ্রোহী, সাম্প্রদায়িকতা সৃষ্টিকারী হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন দাবি করে নিষিদ্ধের জোর দাবি জানান। এছাড়া, দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, অন্যথ্যায় আদালত বর্জনসহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন যশোরের আইনজীবীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব ও নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্যতম নেতা এম এ গফুর। সমাবেশ সঞ্চালনা করেন রোকনুজ্জামান।

আইনজীবী নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশকে অস্থীতিশীল করার অপচেষ্টায় বিভিন্ন দাবি নিয়ে কিছু সাম্প্রদায়িক সংগঠন সংগঠিত হচ্ছে। তারা অতীতের স্বৈরাচারের দোষর। যারা ভারতে পালিয়েছে তাদের এজেন্ডা এরা বাস্তবায়ন করছে। এ চক্র বাংলাদেশকে ও অন্তবর্তীকালীন সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার সর্বোচ্চ চেষ্টা করছে। তারই অংশ হিসেবে এপিপি সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা আইনজীবী বন্ধুরা ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র প্রতিহত করবো।

নেতৃবৃন্দ আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাইফুলকে হত্যা করা হয়েছে। যা মেনে নেয়া কঠিন। আমরা আইনজীবী, আমরা আইনের শাসনে বিশ্বাসী। আমরা আইনগতভাবেই হত্যাকারীদের বিচার চাই। এ বিষয়ে যদি দ্রুত আইনগত ব্যবস্থা না নেয়া হয়, তাহলে আদালত বর্জন করে রাজপথে অবস্থান নেয়ার আল্টিমেটাম দেন যশোরের আইনজীবীরা।

কর্মসূচীতে আরো অংশ নেন সিনিয়র আইনজীবী আব্দুল মোহায়মেন, মাহাবুবুর রহমান, মোস্তাফা মন্টু, কাজী মশরুর মুর্শিদ বাপ্পী, আনিছুর রজহমান মুকুল, মুক্তাদিরুল হক, রাজু আহম্মেদ প্রমুখ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!