সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে আইনজীবীদের একটি গ্রুপ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে শহীদ মিনার চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাড. মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে এবং অ্যাড. মো. সাহেদুজ্জামান সাহেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অ্যাড. এম শাহ আলম, অ্যাড. শেখ সাইদুজ্জামান জিকো, অ্যাড. আল মাহমুদ পলাশ, অ্যাড. সাইদুর রহমান সাইদ, অ্যাড. মনির হোসেন, অ্যাড. আব্দুস সামাদ, অ্যাড. সুমন হোসেন, অ্যাড. আল আমিন আলম, অ্যাড. শামীম, অ্যাড. শফিকুল ইসলাম, অ্যাড. আরশাদ আলী, অ্যাড. শামছুদ্দোহা খোকন, অ্যাড. মো. ইউনুস আলী প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে আইনজীবীরা আগামী ২০ মার্চের মধ্যে নির্বাচনের দাবিতে আল্টিমেটাম দিয়ে বলেন, যথাসময়ে নির্বাচনের তপশীল ঘোষণা করা না হলে সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে অবৈধ ক্ষমতা দখলকারীদের ক্ষমতাচ্যুত করে নির্বাচনের ব্যবস্থা করা হবে।
খুলনা গেজেট/এএজে