খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট
  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

অ্যান্ড্রয়েড ফোনের সিক্রেট যত কোড

গেজেট ডেস্ক

স্মার্টফোনে সারাক্ষণ কোনো না কোনো কাজ করছেন। কখনো কথা বলায় কখনো আবার মেসেজিং কিংবা সোশ্যাল মিডিয়া স্ত্রোল করছেন। আবার ভিডিও দেখা কিংবা বই পড়ার জন্য হাতে আছে স্মার্টফোনটি। বলা যায় নিত্যসঙ্গী এখন স্মার্টফোন।

অ্যান্ড্রয়েড ফোনের সিক্রেট কোড সম্পর্কে জানেন কি? বেশির ভাগ মানুষই জানেন না বেশ কিছু ‘সিক্রেট কোড’-এর কথা। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ‘সিক্রেট কোড’ ব্যবহার করে হিডেন সেটিং অপশন এবং তথ্য আনলক করা যেতে পারে। এছাড়াও কোড জানা থাকলে আপনি নিজেই দেখে নিতে পারবেন আইএমইআইই নম্বর, ক্যামেরা ইনফরমেশন কিংবা ইনফো মেনু।

চলুন দেখে নেওয়া যাক কোন সিক্রেট কোডের মানে কি-

ইনফো মেনু
অ্যান্ড্রয়েড ফোনে ইনফরমেশন মেনু একবারে বের করতে হলে, কি-প্যাডে লিখুন *#*#4636#*#*। তাহলে একবারেই আপনি পৌঁছে যাবেন আপনার ফোনের ইনফো মেনুতে।

ক্যামেরা ইনফরমেশন
ফোনের ক্যামেরা ইনফরমেশন জানতে টাইপ করুন *#*#34971539#*#*। আপনার ফোনের ক্যামেরার যাবতীয় তথ্য পেয়ে যাবেন এখানে। ক্যামেরার কোথাও সমস্যা বা পরিবর্তন করতে হবে কি না তাও দেখতে পাবেন এখানে।

আইএমইআইই নম্বর
ফোনের আইএমইআইই নম্বর জেনে রাখা খুবই জরুরি। খুব সহজে অ্যান্ড্রয়েড ফোনের আইএমইআইই নম্বর জানতে পারবেন। এজন্য কি-প্যাডে টাইপ করুন *#06#।

এফটিএ সফ্টওয়্যার ভার্সন
আপনার সাধের অ্যান্ড্রয়েড ফোনটির এফটিএ সফ্টওয়্যার ভার্সন জানতে টাইপ করুন *#*#1111#*#*।

হার্ডওয়্যার ভার্সন
ফোনের হার্ডওয়্যার ভার্সন সম্পর্কে জানতে কি-প্যাডে টাইপ করুন *#*#2222#*#*।

ব্লুটুথ অ্যাড্রেস
অ্যান্ড্রয়েড ফোনের ব্লুটুথ অ্যাড্রেস জানতে চাইলে *#*#232337#*# টাইপ করুন কি-প্যাডে।

ডিভাইসের তথ্য মুছতে চাইলে
দ্রুত আপনার ডিভাইস থেকে সব তথ্য মুছে ফেলতে ব্যবহার করতে পারেন এই কোডটি। এটিকে একটি ফ্যাক্টরি রিসেট হিসেবে ভাবতে পারেন। কি-প্যাডে টাইপ করুন *2767*3855#।

গুরুত্বপূর্ণ ফার্মওয়্যার তথ্য
*#*#4986*2650468#*#* এই কোডটি ডিভাইসের ফার্মওয়্যার তথ্যের সঙ্গে যুক্ত মূল তথ্য প্রদান করে। কোডটি ফার্মওয়্যার তথ্য, পিডিএ, ফোন হার্ডওয়্যার এবং আরএফ কলের তারিখ বা উৎপাদনের তারিখ প্রদান করে।

পাওয়ার বাটনে পরিবর্তন আনতে
যদি পাওয়ার বোতামের আচরণ পরিবর্তন করতে চান তবে আপনি এই কোডটি ব্যবহার করতে পারেন। জরুরি পরিস্থিতিতে আপনার ডিভাইসটি দ্রুত বন্ধ করতে চান তখন *#*#7594#*#* কোডটি ব্যবহার করতে পারেন।

সূত্র: মেক ইউজ অব

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!