খুলনা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ শাহ আলমকে গ্রেপ্তারে করা হয়েছে বলে দাবি দলের শীর্ষ নেতাদের। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে খুলনা মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল তাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য মাওলানা মশিউর রহমান ও মাস্টার শফিকুল আলম।
যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এডভোকেট মুহাম্মদ শাহ আলম খুলনা জজকোর্টের একজন খ্যাতিমান আইনজীবী। আজ বৃহস্পতিবার প্রতিদিনের ন্যায় তার পেশাগত দায়িত্ব শেষ করে খুলনা জেলা আইনজীবী সমিতির চেম্বার থেকে বেলা পৌনে ৩টার দিকে বাসার উদ্দেশ্যে রওনা হন। এরপর কোর্ট এলাকা থেকে তাকে সাদা পোশাকধারী পুলিশ গ্রেপ্তার করে খালিশপুর থানায় নিয়ে যান। নেতৃবৃন্দ বিবৃতিতে আইনসম্মত কোনো কারণ ছাড়াই শুধু রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই এডভোকেট মুহাম্মদ শাহ আলমকে পুলিশ অন্যায়ভাবে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেন। তাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান নেতৃবৃন্দ।
নেতৃবন্দ বিবৃতিতে আরও বলেন, দেশের জনগণ যখন গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে নেমেছে, সরকার তখন বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন-নিপীড়ন চালিয়ে এবং গ্রেপ্তার করে জনগণের এই যৌক্তিক আন্দোলনকে বন্ধ করার হীন প্রচেষ্টা চালাচ্ছে। নেতৃবৃন্দ স্পষ্ট করে বলেন, গ্রেপ্তার করে গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের আন্দোলন বন্ধ করা যাবে না।