উচ্চশিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত সর্বোচ্চ প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) এর একাডেমিক অডিটরবৃন্দের তালিকায় স্থান পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ৯ জন শিক্ষক। গত রবিবার (১৮ আগস্ট) অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। তালিকায় স্থান পাওয়ায় শিক্ষকবৃন্দ বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ও গবেষণার মানসংক্রান্ত স্বীকৃতিমূলক সনদ প্রদানের লক্ষ্যে কাজ করবেন।
যোগ্যতার বিচারে প্রতিভাবান ও চূড়ান্ত নির্মোহ বিশ্লেষণে তালিকায় স্থান পাওয়া শিক্ষকবৃন্দ হলেন- নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. রেজাউল করিম, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. ফিরোজ আহমেদ, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. শেখ মোহাম্মদ এনায়েতুল বাবর, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. সারওয়ার জাহান, ফার্মেসী ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. মতিউল ইসলাম এবং সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার।
বিএসি কর্তৃপক্ষ ইতোপূর্বে ২০২৩ সালে যে তালিকাটি প্রকাশ করেছিলো, সেখানে সমগ্র বাংলাদেশের ৫৫ জন শিক্ষক অন্তর্ভুক্ত ছিলেন, যার মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় হতে স্থান পেয়েছিলেন ৩ জন। সর্বশেষ ১৮ আগস্ট ২০২৪ তারিখে যে তালিকা প্রকাশিত হয়, সেখানে খুলনা বিশ্ববিদ্যালয় হতে স্থান পেয়েছেন আরও ৬ জন। ফলে ১০৬ জনের এই তালিকায় খুলনা বিশ্ববিদ্যালয় হতে স্থান পাওয়া মোট শিক্ষক সংখ্যা এখন দাঁড়িয়েছে ৯ জনে। উৎকর্ষের নীরিখে, এই সংযুক্তি খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সাফল্যের ডানায় যুক্ত করেছে নতুন একটি পালক।
খুলনা গেজেট/এএজে