অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি হাফিজ শেখকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাতে ঝিনাইদহের সদর থানাধীন কালীকাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, ২০১১ সালের ১ অক্টোবর অস্ত্রসহ প্রশাসনের অভিযানে গ্রেপ্তার হয় হাফিজ শেখ। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে সদর থানায় মামলা হয়। মামলার ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় তাকে ১০ বছরের সাজা প্রদান করেন আদালত। প্রশাসনের চোখ ফাকি দিয়ে হাফিজ দেশের বিভিন্নস্থানে পালিয়ে বেড়াতে থাকে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয় র্যাব।
এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের আভিযানিক দল জেলার সদর থানাধীন কালীকাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে থানায় হস্তান্তর করা হয়।
খুলনা গেজেট/ এসজেড