যশোরে বাড়িতে বসে অস্ত্র বানানোর সেই কারিগর শাহাদত হোসেনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই নুর ইসলাম এ চার্জশিট আদালতে জমা দিয়েছেন। অভিযুক্ত শাহাদত হোসেন শহরের শংকরপুর চোপদারপাড়ার বারেক পল্লীর বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, ২৭ মার্চ গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই শাহিনুর রহমান শংকরপুর চোপদারপাড়ার বারেক পল্লীতে শাহাদত হোসেনের বাড়িতে অভিযান চালান। এ সময় তারা দেখতে পান নিজ ঘরে লেদ মেশিনে শাহাদত হোসেন অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি করছেন। ডিবি পুলিশ তার ঘরে তল্লাশি চালিয়ে কাঠের বাটযুক্ত একটি রিভলবার, চার রাউন্ড রিভলবারের গুলি, এক রাউন্ড ওয়ান শুটারের গুলি, অসম্পূর্ণ ১টি ওয়ান শুটারগান, পিস্তল তৈরির স্টিলের একটি ফর্মা উদ্ধার করে। একইসাথে শাহাদত হোসেনকে আটক করা হয়।
পরে এ ঘটনায় এসআই শাহিনুর রহমান অস্ত্র আইনে কোতয়ালি থানায় মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে আটক শাহাদত হোসেনকে অভিযুক্ত করে বৃহস্পতিবার আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই নুর ইসলাম।
খুলনা গেজেট/ এসজেড