খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

অস্ট্রেলিয়া ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

ক্রীড়া প্রতিবেদক

ইতোমধ্যে ভারত বিশ্বকাপের সেমিফাইনালের লাইনআপ নিশ্চিত হয়ে গেছে। শেষ চারে আছে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তাই পুনেতে আজ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচটি হতে যাচ্ছে নিয়মরক্ষার। এই ম্যাচ এখন বিশ্বকাপের মঞ্চে গুরুত্বহীন। যদিও অস্ট্রেলিয়া এই ম্যাচ জিতেই লিগ পর্ব শেষ করে চাইবে। অন্যদিকে বাংলাদেশের কাছে এই ম্যাচ মানরক্ষার। একইসঙ্গে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের জায়গা পাকা করার লক্ষ্যও রয়েছে বাংলাদেশের সামনে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।

আজকের ম্যাচে বাংলাদেশের প্রত্যাশার তেমন চাপ নেই। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পাওয়ার জন্য বিশ্বকাপের তালিকায় আট নম্বরে থাকার একটা সূক্ষ্ম সমীকরণ মেলানোর চ্যালেঞ্জ রয়েছে। অস্ট্রেলিয়াকে হারাতে পারলে ৬ পয়েন্ট নিয়ে তালিকার আট নম্বরে থাকাটা নিশ্চিত হয়ে যাবে। তবে হারলেও সেই সুযোগ থাকবে, সেখানে আপাতত হিসাবটা এমন– প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়া যদি ৩৬০ রান করে, তাহলে বাংলাদেশকে অন্তত ২০০ রান করতে হবে। যদি বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে ২০০ রান তোলে, তাহলে অস্ট্রেলিয়াকে ওই রান তাড়া করার জন্য অন্তত ২৩ ওভার পর্যন্ত খেলা টেনে নিয়ে যেতে হবে।

চোটে পড়ে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে খেলতে পারবেন না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিবের বদলী হিসেবে অস্ট্রেলিয়া ম্যাচের আগে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন এনামুল হক বিজয়। গতকাল অনুশীলনে বেশ স্বাচ্ছন্দ্য দেখিয়েছেন তিনি। কোচ চন্ডিকা হাথুরুসিংহে অনেকক্ষণ কথা বলেছেন তার সঙ্গে। আজ বিজয়কে ওপেনিংয়ে খেলানোর পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের।

সাকিবের জায়গায় খেলানো হতে পারে বিজয়কে আর পেসার তানজিমের বদলে থাকতে পারেন স্পিনার নাসুম আহমেদ। পুনের পিচ দেখে স্পিনাররা ভালো করবেন বলে মনে করছেন প্রতিপক্ষ দলের সহকারী কোচ ড্যানিয়েল ভেট্টোরি।

২০০৫ সালে কার্ডিফে একবারই অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারিয়েছিল বাংলাদেশ, গেল ১৮ বছর অবশ্য সেভাবে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলা হয়নি। তা ছাড়া বর্তমান দলের শান্ত, তাওহিদদের অনেকেই এই অসি বোলিং কখনও মোকাবিলা করেননি। তাই অস্ট্রেলিয়া অনেকটাই অচেনা এই দলটির কাছে। তবে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে স্পিনাররা ভালো করেছিলেন, শ্রীলঙ্কার বিপক্ষে যেমন শান্তরা রান পেয়েছিলেন– দুটি ম্যাচের আত্মবিশ্বাস নিয়েই আজকের ম্যাচে মুখোমুখি হতে চাইছে দল। এ নিয়ে তিনটি ম্যাচ দিনের আলোতে খেলতে নামবেন মুশফিকরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (ভারপ্রাপ্ত অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!