খুলনা, বাংলাদেশ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নতুন সংবিধান প্রণয়ন হওয়া পর‌্যন্ত ৭২’র সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে, ছোট আইন করেও বড় পরিবর্তন সম্ভব : আসিফ নজরুল
  রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন করে গেজেট প্রকাশ
  এ মাসের শেষে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে : আবহাওয়া অফিস

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ খেলবেন সাকিব

ক্রীড়া ডেস্ক

গুঞ্জন উঠেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি-২০ ম্যাচ খেলবেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। কারণ হল যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাওয়ার জন্য ফ্লাইট ধরবেন। শেষ ম্যাচ খেলেই দেশ ছাড়বেন সাকিব আল হাসান।

নির্বাচক প্যানেলের সূত্র থেকে জানা গিয়েছে, ১০ বা ১১ আগস্ট দিবাগত রাতে দেশ ছাড়বেন সাকিব। তবে নিউজিল্যান্ড সফরের আগেই তিনি চলে আসবেন বাংলাদেশে। অংশ নিবেন কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে।

চতুর্থ টি-২০ ম্যাচটা মোটেও ভালো কাটেনি সাকিবের। ব্যাট হাতে ২৬ বলে মাত্র ১৫ রান করতে সক্ষম হন তিনি। বল হাতে ছিলেন আরও বিবর্ণ। এক ওভারে পাঁচ ছক্কা হজম করেন তিনি। লো স্কোরিং ম্যাচে ৪ ওভারে রান দেন ৫০, পাননি কোনো উইকেট। তবে প্রথম তিন টি-২০ ম্যাচে তার সংগ্রহ ৮৮ রান ও শিকার ৩ উইকেট।

পঞ্চম ম্যাচে এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব। দুইটি উইকেট পেলেই বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট নেয়ার রেকর্ড গড়বেন তিনি।

ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। চার ম্যাচ শেষে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা। শেষ ম্যাচ তাই শুধুমাত্র নিয়মরক্ষার ম্যাচ। সোমবার সন্ধ্যা ছয়টায় মিরপুরের শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।সূত্র : বিডিক্রিকটাইম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!