চলমান কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় রাত ১টায় আহমেদ বিন আলী স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টিনার একাদশ থেকে ছিটকে গেলেন ডি মারিয়া।
উরুর চোটের কারণে আজ খেলা হচ্ছে না তার। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন সৌদি আরবের বিপক্ষে প্রথম একাদশে সুযোগ পাওয়া পাপু গোমেজ। পোল্যান্ডের বিপক্ষের একাদশ থেকে কেবল একটি পরিবর্তন করে দল সাজিয়েছেন স্কালোনি।
এ ম্যাচ জিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করতে আর্জেন্টিনা। আজ জিতলে শেষ আটের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস।
আর্জেন্টিনা একাদশ (৪-৩-৩) : এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, মার্কোস আকুনা, মলিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, এলেক্সিস ম্যাকএলিস্টার, পাপু গোমেজ, লিওনেল মেসি, লওতারো মার্টিনেজ।
অস্ট্রেলিয়া একাদশ (ফরমেশন ৪-১-৪-১) : ম্যাট রায়ান, ডেগেনেক, কেই রোলেস, হ্যারি সুটার, আজিজ বেহিচ, বাকুস, অ্যারন মুই, জ্যাকসন ইরভিন, ম্যাকগ্রি, ম্যাথু লেকি, মিচেল ডিউক।