অস্ট্রেলিয়াকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান রানার-আপ ভারত। এ নিয়ে টানা চতুর্থবারের মত যুব বিশ্বকাপের ফাইনালে উঠল ভারতের তরুণরা।
দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান জড়ো করে ভারত। অধিনায়ক যশ ধুল হাঁকান দারুণ এক শতক। ১১০ বলের মোকাবেলায় ১০টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে ১১০ রান করেন তিনি।
এছাড়া ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন শাইক রশিদ। ১০৮ বলের মোকাবেলায় ৯৪ রান করেন তিনি। হাঁকান ৮টি চার ও ১টি ছক্কা। অজিদের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন জ্যাক নিসবেট ও উইলিয়াম সালজমান।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩ রানেই প্রথম উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। এরপর ক্যাম্পবেল কেলাওয়ে (৩০) ও করি মিলারের (৩৮) ব্যাটে ঘুরে দাঁড়ায় অজিরা। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ৬৮ রানের পার্টনারশিপ।
তাদের বিদায়ের পর চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। লাচলন শোয়ের ৬৬ বলে ৫১ রানের ইনিংসে জয়ের আশা দেখলেও দলটি শেষপর্যন্ত গুটিয়ে যায় ১৯৪ রানে, ৪১.৫ ওভারে। এতে ভারত পায় ৯৬ রানের বিশাল জয়।
ভারতের পক্ষে ভিকি ওস্তাল তিনটি এবং নিশান্ত সিন্ধু ও রবি কুমার দুটি করে উইকেট শিকার করেন। উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচে মাঠে নামবে ভারত।
সংক্ষিপ্ত স্কোর
টস : ভারত অনূর্ধ্ব-১৯ দল
ভারত অনূর্ধ্ব-১৯ দল : ২৯১/৫ (৫০ ওভার)
ধুল ১১০, রশিদ ৯৪
জ্যাক ৪১/২, উইলিয়াম ৫৭/২
অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দল : ১৯৪/১০ (৪১.৫ ওভার)
শো ৫১, মিলার ৩৮
ভিকি ৪২/৩, রবি ৩৭/২
ফল : ভারত ৯৬ রানে জয়ী।