রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার গুরুত্বপূর্ণ ম্যাচে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। নির্ধারিত সময়েও টস হতে পারেনি, দেরি হচ্ছে খেলা শুরুরও। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে মাঠ এখনও কভারে ঢাকা। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, বৃষ্টির কারণে এখনো মাঠ খেলার উপযোগী হয়নি। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় খেলা শুরু নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
একটি করে জয় পাওয়া দুই দলের জন্যই ম্যাচটি সেমিফাইনালে ওঠার পথে গুরুত্বপূর্ণ। তাই টস এখানে বড় ফ্যাক্টর হতে পারে, বিশেষ করে আবহাওয়া ও পিচের কারণে। অস্ট্রেলিয়ার ব্যাটার অ্যালেক্স ক্যারি মনে করছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেতে হলে তাদের পরিকল্পনা ভালোভাবে বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, ‘ওয়ানডে ফরম্যাটে দক্ষিণ আফ্রিকা এখন দুর্দান্ত খেলছে, তাদের স্কোয়াডেও দারুণ ভারসাম্য রয়েছে। আমরা আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয় পেয়েছি, সেটার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। টস জিতলে আমরা আগে ব্যাটিং করে বড় স্কোর গড়তে চাইব, আমাদের লক্ষ্য ৪০০ রান তোলা।’
তবে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা টস জিতলে আগে ফিল্ডিং করতে চান। তার মতে, রান তাড়া করাই এই উইকেটে সহজ হতে পারে। তিনি বলেন, ‘রাওয়ালপিন্ডির উইকেট ব্যাটিংবান্ধব, রান তাড়া করাটা সহজ হতে পারে। তবে টস আমাদের পক্ষে না গেলে, প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করতেই হবে।’ ম্যাচটি কখন শুরু হবে, তা নির্ভর করছে বৃষ্টির অবস্থা ও মাঠের প্রস্তুতির ওপর।
খুলনা গেজেট/এএজে