চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ খেলছে বাংলাদেশ দল। গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিতে জিতে সুপার এইট নিশ্চিত করেছে টাইগাররা। আর সুপার এইটের নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। এন্টিগায় সকাল সাড়ে ৬টায় অজিদের মোকাবেলা করবে নাজমুল হোসেন শান্তর দল।
চলতি বিশ্বকাপে টাইগার একাদশে খুব একটা পরিবর্তন দেখা যায়নি। কেননা প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সৌম্য সরকার খেলার পরে বাকি ম্যাচগুলোতে আর সুযোগ পাননি। তার বদলে দলে আসা জাকের আলি ছাড়া পরের তিন ম্যাচে ছিল না কোনো পরিবর্তন। একাদশে থাকা পেসারদের ভালো পারফরম্যান্সের কারণে সুযোগ মেলেনি শরিফুল ইসলামেরও।
সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসবে কি না এ বিষয়ে হাথুরুসিংহে বলেন, ‘কন্ডিশন ও প্রতিপক্ষের ওপর নির্ভর করছে। তাদের (অস্ট্রেলিয়া) সীমাবদ্ধতাও আমরা আমলে নেব এবং অবশ্যই আমরা নিজেদের শক্তি বুঝে খেলব। (ম্যাচের আগে) এগুলোই ভাবা হবে।’
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
খুলনা গেজেট /এমএম