খুলনা, বাংলাদেশ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ড. ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক আজ, ইস্যু নির্বাচনের রোডম্যাপ

অসাম্প্রদায়িক দেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর: হেলাল

নিজস্ব প্রতিবেদক

অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে বিএনপি বদ্ধপরিকর বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় বিএনপির তথ‍্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। মঙ্গলবার (১৫এপ্রিল) দুপুরে খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বলটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈশাখী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সকল ধর্মের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে টিম করে সনাতনী সম্প্রদায়ের মানুষের পাশে থাকবে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটা ভ্রাতৃত্বপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সমাজ গড়তে চাই। দেশে আগের চেয়ে আরও বেশি উৎসবমুখর পরিবেশে নববর্ষ উৎসব উদযাপিত হয়েছে।

কেন্দ্রীয় নেতা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এদেশের মানুষ সব দিক দিয়েই শান্তিতে রয়েছে। মিথ্যা মামলা হামলা দিয়ে বিএনপিকে শেষ করার জন্য ফ্যাসিস্ট সরকার ব্যস্ত ছিলেন। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা করছে। তাই এবারও বিএনপিসহ দেশবাসী তাদের সেই ষড়যন্ত্রকে প্রতিহত করবে। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা শান্তিময় সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই সকলের সহযোগিতায়।

জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু।

জেলা বিএনপি’র সদস্য মল্লিক আব্দুস সালাম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম,জি এম কামরুজ্জামান টুকু, জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও ইউপি চেয়ারম্যান মোঃ আছাবুর রহমান, মোল্লা রিয়াজুল ইসলাম, আনিছুর রহমান, শাহানুর রহমান আরজু, আরিফুল ইসলাম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, জেলা মৎস‍্যজীবী দলের সদস‍্য সচীব আজিজুল ইসলাম, জেলা মহিলা দলের সহ-সভাপতি শাহনাজ ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন,

উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, হুমায়ুন কবির শেখ , ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টু, আব্দুল মালেক শেখ, খান আনোয়ার হোসেন, সদস্য সচিব দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, বিএনপি নেতা শহীদুল্লাহ বুলবুল লস্কর, সৈয়দ নিয়ামত আলী, মুন্না সরদার সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!