বাগেরহাটের রামপালে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাবার পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। করেনা থেকে সম্প্রতি সুস্থ হয়েই বৃহস্পতিবার সকাল ১০টায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় উপমন্ত্রী হাবিবুন নাহার উপকারভোগীদের মাঝে এ খাবার পানির ট্যাংক তুলে দেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত বাগেরহাট জেলার রামপাল ও মোংলা উপজেলায় নিরাপদ পানি সরবরাহ ও সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ শীর্ষক প্রকল্পের আওতায় এ ট্যাংক বিতরণ করা হয়েছে। রামপালের ৩টি ইউনিয়ন যথা পেড়ীখালী, ভোজপাতিয়া ও মল্লিকেরবেড় ইউনিয়নে মোট ১৭৮টি পরিবারের মধ্যে এ খাবার পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।
রামপাল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কতৃক আয়োজিত ট্যাংক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস, উপজেলা ভাইচ চেয়ারম্যান নুরুল হক লিপন, মহিলা ভাইচ চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, রামপাল থানার ওসি মঞ্জুরুল আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইমরান হোসেন, ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, তপন গোলদার, মোহাম্মাদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ বজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সেখ হাফিজুর রহমান, সাধারন সম্পাদক শেখ সাদি সহ দলীয় নেতাকর্মী ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/কেএম