নগরীর মুজগুন্নী আবাসিক এলাকায় ইদ্দিখার ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে দরিদ্র, এতিম ও অসহায়দের মাঝে ঈদ বাজার বিতরণ করেছে। যশোরের অভয়নগর উপজেলার ধুলগ্রাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম শিক্ষার্থী, বিশেষ শিক্ষক, মেধাবী দরিদ্র শিক্ষার্থী, বিধবা ও অসহায়দের মধ্যে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (২৯ মার্চ) আয়োজিত এ কর্মসূচিতে পোলাওয়ের চাল, চিনি, তেল, সেমাই, নুডলসসহ ঈদের প্রয়োজনীয় মুদি সামগ্রী এবং সুস্বাদু ইফতার প্রদান করা হয় প্রায় অর্ধ শতাধিক পরিবারের মাঝে।
ইদ্দিখার ফাউন্ডেশনের পরিচালক বলেন, আমাদের লক্ষ্য হলো অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো। রোজার শুরু থেকে আমরা ইফতার ও রোজার বাজার বিতরণ করেছি, আজ ঈদ বাজার প্রদান করছি। আমরা চাই, সমাজের প্রত্যেকটি মানুষ যেন আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে।
ধুলগ্রাম হাফিজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আলামিন বলেন, দরিদ্র ও এতিম শিশুদের জন্য এই ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইদ্দিখার ফাউন্ডেশন শুধুমাত্র আজ নয়, বরাবরই মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে। আমরা দোয়া করি, এই মানবিক উদ্যোগ আরও প্রসার লাভ করুক।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রবীণ আব্দুল হানিফ বলেন, ইদ্দিখার ফাউন্ডেশন রোজার শুরুতে আমাদের রোজার বাজার ও ইফতার দিয়েছিল। আজ ঈদের বাজার দিয়েছে। এই সহায়তা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাদের জন্য আমাদের দোয়া ও ভালোবাসা রইল।
ইদ্দিখার ফাউন্ডেশন এরই মধ্যে নগরীর বিভিন্ন মাদ্রাসা, মসজিদ এবং বিভিন্ন স্থানে প্রায় ১ হাজার ৫০০ মানুষের মাঝে ইফতার বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সাহায্য কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেছে।
এ ধরনের মানবিক কার্যক্রম দরিদ্র ও অসহায় মানুষদের জন্য ঈদের আনন্দ বাড়িয়ে দেয়। ইদ্দিখার ফাউন্ডেশনের এই উদ্যোগ প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।
খুলনা গেজেট/এএজে