খুলনা, বাংলাদেশ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ইসি পুনর্গঠনে নির্বাচন কমিশনের সামনে আগামীকাল বেলা ১১টায় এনসিপি’র বিক্ষোভ কর্মসূচি
  এই নির্বাচন কমিশনের উপর আস্থা রাখা যায় না : আখতার হোসেন
  ইসি পুনর্গঠন করে স্থানীয় নির্বাচন দিতে হবে : নাহিদ
  চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে না দিতে হাইকোর্টে রিট ; শুনানি রোববার
  অনুর্ধ্ব-১৮ নারী টি-টোয়েন্টি ক্রিকেটে রংপুরকে ৩ উইকেটে হারিয়ে খুলনার জয়

অসংক্রামক রোগে মৃত্যুর সংখ্যা বৃদ্ধিপাচ্ছে আশঙ্কাজনকহারে

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বলেছেন, দুই দশক আগেও ১০টি মৃত্যুর মধ্যে ৭টি মৃত্যু হত সংক্রামক ব্যাধির কারণে। আর ৩টি মৃত্যু হত অসংক্রামক ব্যাধির কারণে। কিন্তু দুই দশক পরে এসে দেখা যাচ্ছে ১০টি মৃত্যুর মধ্যে ৭টি মৃত্যু হচ্ছে অসংক্রামক ব্যাধির কারণে, আর ৩টি মৃত্যু হয় সংক্রামক ব্যাধির কারণে। সারা বিশ্বে অসংক্রামক ব্যাধিতে প্রতি বছর ৭ কোটি ১০ লক্ষ মানুষ মারা যায়। বাংলাদেশেও অসংক্রামক রোগ হেপাটাইটিস, হৃদরোগ, ক্যান্সারে মৃত্যুর সংখ্যা বাড়ছে। সব থেকে বেশি মৃত্যু হচ্ছে স্তন ক্যান্সারে। এসব অসংক্রামক রোগ যাতে না হয়, সে দিকে যদি আমরা একটু গুরুত্ব দেই অর্থ্যাৎ খাবার ও লাইফ স্টাইল পরিবর্তন করি তাহলে এধরনের রোগে মৃত্যু কমে আসবে।

মঙ্গলবার (২০ মে) বাগেরহাটের সিভিল সার্জনের কার্যালয়ে এনসিডি কর্নারের সেবার মান উন্নয়ন ও ডিজিটালাইজেশন বিষয়ে ৩দিন বিষয়ে প্রশিক্ষন কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বহু মানুষ অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও ডায়বেটিসের ফলে হার্ট এটাক, স্ট্রোক ও অন্ধত্বের শিকার হচ্ছে। বর্তমানে শিশুরা উচ্চ রক্তচাপ ও ডায়বেটিসে ভুগছেন। এসব বিষয় আমাদের সচেতন হতে হবে। এসব রোগে মৃত্যু কমিয়ে আনার জন্য সরকার প্রতিটি উপজেলায় এনসিডি কর্নার করেছে। যার ফলে অনেকেই এখান থেকে বিনামূল্যে সেবা পাচ্ছে। এ বিষয়ে রোগীদের সেবা প্রদানের পাশাপাশি সচেতনামূলক পরামর্শ দেওয়ার আহবান জানান এই কর্মকর্তা।

কর্মশালায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ প্রোগ্রামের উপ-পরিচালক ডা: শামীম জুবায়ের, কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান মাহমুদ, চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায়, ফকিরহাট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আছাদুজ্জামান সাগর, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ প্রোগ্রামের বিভাগীয় প্রোগ্রাম অফিসার এহসানুল আমিন ইমন, সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা: উদীত প্রয়াস শিকদার প্রমুখ।

এছাড়া তিন দিনের এই প্রশিক্ষনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, মেডিকেল অফিসার, নার্স, উপ-সহকারী কম্যুনিটি মেডিকেল অফিসার, স্টোরকিপার ও পরিসংখ্যানবিদগণ অংশগ্রহন করেন। বৃহস্পতিবার (২২ মে) সমাপনি অণুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মশালা শেষ হওয়ার কথা রয়েছে।

সরকার কর্তৃক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা এনসিডি কর্নার থেকে রোগীদের বিনামূল্যে অসংক্রামক রোগ নির্নয় ও ঔষধ প্রদান করা হয়ে থাকে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!