এবারও ডারউইনে টপ এন্ড টি–টোয়েন্টিতে দল পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এইচপি নয়, এবার খেলতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। গত বছর বাংলাদেশ হাই পারফরম্যান্স দল খেলেছিল ফাইনালে। তবে অস্ট্রেলিয়ার টড এন্ড টি–টোয়েন্টিতে শিরোপা লড়াইয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে যায় বাংলাদেশ এইচপি।
এবারের আসরের সূচি ও সব দল এখনো নিশ্চিত হয়নি। তবে বাংলাদেশ ‘এ’ দল, পাকিস্তান শাহিনস (এ দল) ও নেপাল জাতীয় দলের খেলার বিষয়টি চূড়ান্ত হয়েছে। মোট এগারোটি দল নিয়ে হবে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য নর্দার্ন টেরিটরির আঞ্চলিক ক্রিকেট বোর্ড আয়োজন করে এই টুর্নামেন্ট।
নর্দার্ন টেরিটরি ক্রিকেটের প্রধান নির্বাহী গ্যাভিন ডোভি এ নিয়ে বলেছেন, ‘আমাদের ভালো বন্ধু পিসিবি ও বিসিবিকে ডারউইনে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তাদের মতো শক্তিশালী দুটি দলকে আমন্ত্রণ জানাতে পেরে আমরা সম্মানিত বোধ করছি।’
টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি নিশ্চিত না হলেও ১৪ আগস্ট টিআইও স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচটি হবে ।স্থানীয়দের ‘পাকিস্তানের স্বাধীনতা দিবস উদ্যাপনের’ জন্য ম্যাচটি এই দিনে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এই সিরিজ নিয়ে পাকিস্তান শাহিনসের সিইও সুমাইর আহমেদ সায়ীদ বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে নিশ্চিত করছি যে পাকিস্তান শাহিনস টানা তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। আমাদের ইমার্জিং ক্রিকেটারদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কন্ডিশনে অভিজ্ঞতা নেওয়ার ভালো মঞ্চ এটা।’
একই রকম কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেনও, তিনি বলেন, ‘ডারউইনের টি-টোয়েন্টি সিরিজে ফিরতে পেরে আমরা খুব খুশি। অস্ট্রেলিয়ার কন্ডিশনে মানসম্পন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে পারাটা আমাদের ইমার্জিং খেলোয়াড়দের জন্য মূল্যবান অভিজ্ঞতা সংযোজন করবে।’
খুলনা গেজেট/এসএস