খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

অষ্টম সন্তানের বাবা হচ্ছেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের তৃতীয় ও বর্তমান স্ত্রী ক্যারি ঘোষণা দিয়েছেন, তিনি তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পোস্টে শুক্রবার এ তথ্য প্রকাশ করেন জনসনের বর্তমান স্ত্রী ক্যারি।

ক্যারি বলেন, কয়েক সপ্তাহের মধ্যে তিনি তৃতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন।

৫৮ বছরের বরিস জনসন ও ৩৫ বছরের ক্যারির তিন বছর ও দুই বছর বয়সী দুই সন্তান আছে। তাদের তিন বছর বয়সী সন্তানের নাম উইলফ এবং দুই বছর বয়সী সন্তানের নাম রোমি। তাদের জন্ম যথাক্রমে ২০২০ ও ২০২১ সালে।

২০২০ সালে দ্বিতীয় স্ত্রী ম্যারিনা হোয়েলারের সঙ্গে বরিস জনসনের বিচ্ছেদ চূড়ান্ত হয়। সে সংসারে বরিসের চারটি সন্তান আছে।

এ ছাড়া অন্য এক প্রেমিকার সঙ্গেও বরিসের একটি সন্তান আছে। তবে তার প্রথম স্ত্রী অ্যালেগ্রা মোস্টিন-ওয়েনের সংসারে কোনো সন্তান নেই।

বরিস জনসন প্রায় ২০০ বছরের ইতিহাসে প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী, যিনি দায়িত্বরত অবস্থায় বিয়ে করেছেন। এটি ছিল তার তৃতীয় বিয়ে। এ দম্পতির দুই সন্তান রয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রিত্ব ছাড়েন বরিস জনসন। সূত্র: দ্য ডেইলি বিস্ট।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!