খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কারণে

অল্প সময়ে মানুষের মনে স্থান পেয়েছে ‘খুলনা গেজেট’ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খুলনা গেজেট তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় মহেন্দ্রক্ষণ স্মরণীয় করতে আয়োজন করা হয় কেক কাটা ও আলোচনার।

কেক কাটা অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা গেজেট’র নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান, যুগ্ম সম্পাদক শেখ দিদারুল আলম, শরীফা প্রিন্টার্স এন্ড প্যাকেজার্স প্রাইভেট লিমিটেডের জিএম অনিমেষ কান্তি নন্দি, ডিজিএম আবিদ রিয়াজ ও সিনিয়র এজিএম শেখ মাশফি মঞ্জুর।

খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম বলেন, হাটি হাটি পায়ে দু’টি বছর কিন্তু খুলনা গেজেট এগিয়ে গেছে। আজ এই প্রতিষ্ঠানটি তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। পত্রিকাটি অল্প সময়ে মানুষের মনে স্থান পেয়েছে। প্রতিনিয়ত মানুষ খুলনা গেজেট অনলাইনটি দেখেন। বস্তুনিষ্ঠতা খুলনা গেজেট অনলাইনে রয়েছে। আগামীতেও যেন এই ধারা অব্যাহত থাকে সেই কামনা করি। সঠিক তথ্য তুলে ধরে সংবাদ পরিবেশন করলে পক্ষে-বিপক্ষে যেতেই পারে। তবুও সঠিক সংবাদ পরিবেশন করে যেতে হবে। খুলনা গেজেট’র সাফল্য কামনা করি। এই পত্রিকাটি যেন ভালভাবে এগিয়ে যেতে পারে। একই সঙ্গে আমাদের পক্ষ থেকে খুলনা গেজেট’র সবধরনের সহযোগিতা থাকবে।

 

খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা বলেন, আমি খুলনা গেজেট’র একজন নিয়মিত পাঠক। খুলনা গেজেট সাংবাদিকতার নীতি নৈতিকতা মেনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে। খুলনায় বেশ কিছু অনলাইন রয়েছে, কিন্তু নিয়মিত নয়। তবে খুলনা গেজেট একমাত্র যথাসময়ে সংবাদ পরিবেশন করছে। কোন দলীয় দৃষ্টিভঙ্গি বা নীতি-নৈতিকতা বহির্ভূত নয়, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে খুলনা গেজেট এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে সেই প্রত্যাশা করছি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ বলেন, খুলনা গেজেট’র আজকের এই অবস্থানে আসার পেছনে কৃতিত্ব এর কর্মীবাহিনীর। প্রথম যখন এই অনলাইন নিউজ পোর্টালটি অর্গানাইজ করা হয় তখন একটি বিষয়ে সবাই একমত ছিল, সেটি হচ্ছে সাংবাদিকতা করা, আর কিছু না। আর তা হবে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা। আমাদের কমিটমেন্ট ছিল গুজব ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। এ ব্যাপারে চুল পরিমাণ ছাড় দিবো না। সেই কমিটমেন্ট অব্যাহত রয়েছে। খুলনা গেজেট সমস্যার কথা যেমন বলে, তেমনি সম্ভাবনার কথাও বলে। মানুষের সুখ-দুঃখের কথা যেমন বলে, একইসঙ্গে উন্নয়নের কথাও বলে। বাংলাদেশের মিডিয়া জগতে খুলনা গেজেট দৃষ্টান্ত স্থাপন করেছে পদ্মা সেতুর নিউজ কাভারেজে। প্রধানমন্ত্রী যেদিন বাংলাদেশের ল্যান্ডমার্ক পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ঘোষণা করেন, সেদিন থেকেই আমরা স্পেশাল পেজ ওপেন করি। পাঠকদের মাঝে পদ্মা সেতুর খুটি নাটি সকল বিষয় তুলে ধরা হয়েছে। পদ্মাসেতু হওয়ায় দক্ষিণাঞ্চলের মানুষ বেশি উপকৃত হচ্ছে। সঙ্গতকারণে খুলনা গেজেট তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। আগামীদিনে সকলের সহযোগিতায় খুলনা গেজেট এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

খুলনা গেজেট’র প্রধান প্রতিবেদক মোহাম্মদ মিলন’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক জাহিদুল সাগর, আরাফাত হোসেন অনিক, মনিরুল ইসলাম সাগর, একরামুল হক লিপু, আকছেদুল হক আকাশ, হাসিবুর রহমান দীপু, ইয়াসিন হাওলাদার প্রমুখ।

 

খুলনা গোজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!