খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর

অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে সাকিব, মুস্তাফিজের ‘২০’ ধাপ লাফ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজ শেষে টি-টোয়েন্টি র‍্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন সাকিব আল হাসান। বোলিং র‍্যাংকিংয়ে মুস্তাফিজুর রহমান দিয়েছেন বড় লাফ, এসেছেন শীর্ষ দশে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে সাকিবের রেটিং পয়েন্টি ছিল ২৫২। তিনি ছিলেন দ্বিতীয় স্থানে। এই সিরিজে ব্যাটে-বলে দারুণ খেলে পেয়েছেন ৩৬ পয়েন্ট। এখন অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন সাকিব, পেছনে ফেললেন আফগানিস্তানের মোহাম্মদ নবীকে। সাকিবের রেটিং এখন ২৮৬ এবং নবী পিছিয়ে আছেন কেবল ১ পয়েন্টে, তার পয়েন্ট ২৮৫।

বোলার র‍্যাংকিংয়েও উন্নতি হয়েছেন সাকিবের। এই সিরিজ শুরুর আগে তিনি ছিলেন ১৯তম স্থানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭টি উইকেট শিকার করে সাকিব উঠেছেন ১২তম স্থানে। এখন তার রেটিং পয়েন্ট ৬১০।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে দুর্দান্ত বোলিং করে সিরিজ জুড়ে আলোচনায় ছিলেন মুস্তাফিজ। এই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও তিনি পেয়েছেন। তার উন্নতি হয়েছে ২০ ধাপ। ৩০তম থেকে উঠে এসে মুস্তাফিজ এখন অবস্থান করছেন দশম স্থানে। এই বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট ৬১৯।

একটি ম্যাচ খেলেই বোলার র‍্যাংকিংয়ে ২৬ ধাপ উন্নতি ঘটিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। শেষ ম্যাচে সুযোগ পেয়ে ৩টি উইকেট শিকার করেন তিনি। এতেই ৬৯তম স্থান থেকে উঠে এসেছেন ৪৩তম স্থানে। সাইফউদ্দিনের রেটিং পয়েন্ট ৪৭৯।

র‍্যাংকিংয়ে সেরা ১০০-তে ঢুকেই নাসুম আহমেদ জায়গা করে নিয়েছেন ৬৬তম স্থানে, রেটিং পয়েন্ট ৪৪০। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে সর্বোচ্চ ৮টি উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার। ৪০৭ পয়েন্ট নিয়ে শরিফুল ইসলামের জায়গা হয়েছে ৭৬তম স্থানে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!