অর্ধেক বাস ভাড়ার দাবিতে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থান কর্মসূচি পালন করছেন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১২টা থেকে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করে।
শিক্ষার্থীরা ‘হাফ পাস চাই’, ‘হাফ পাস ভাড়া নিয়ে কোনো টালবাহানা চলবে না’ লেখা প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছেন। বনানী বিদ্যানিকেতনের শিক্ষক ও পুলিশ দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান। কিন্তু দাবি মানার ঘোষণা না দিলে সড়ক থেকে সরবে না বলেও জানিয়ে দেয় শিক্ষার্থীরা।
কলেজের শিক্ষার্থী মুজাহিদ হাসান বলেন, ‘গুলশান, বনানী, নতুনবাজার রোডে যে বাসগুলো চলাচল করে তারা শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয় না। হাফ ভাড়ার দাবিতে আমরা অবস্থান নিয়েছি। আমাদের দাবি মানা না হলে চারদফা দাবি নিয়ে আন্দোলনে যাব। প্রতিদিন প্রায় হাজার খানেক স্টুডেন্ট যাতায়াত করে এই পথে। আড়াই কিলোমিটার রাস্তার ভাড়া ৩০ টাকা নিচ্ছে বাস কর্তৃপক্ষ।’
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আযম মিয়া বলেন, শিক্ষার্থীরা হাফ ভাড়ার দাবিতে সড়কের পাশে অবস্থান করছে। তবে বাস সংশ্লিষ্টরা বলছেন, তারা নাকি হাফ ভাড়া নেয়। তারপরও কেনো ছাত্রদের অবস্থান তা আমরা খতিয়ে দেখছি।’
খুলনা গেজেট/এমএনএস