খুলনা, বাংলাদেশ | ৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক আইজপি মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ৮ জনকে জুলাই-আগস্ট গণহত্যায় আনুষ্ঠানিক গ্রেপ্তার দেখানো হয়েছে
  বিশ্বকাপ বাছাই : মার্টিনেজের ভলিতে পেরুর বিপক্ষে জয় পেল আর্জেন্টিনা

অর্থ পাচার মামলায় ডেসটিনির রফিকুলের স্ত্রী কারাগারে

গে‌জেট ডেস্ক

ডেসটিনি-২০০০ এর পরিচালক রফিকুল আমিনের স্ত্রী ফারাহ দিবাকে অর্থ পাচারের এক মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১২ জুন) ঢাকার একটি আদালত এ আদেশ দেন।

ফারাহ দিবা রোববার তার আইনজীবীর মাধ্যমে ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলমের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১২ মে এ মামলার পলাতক আসামি ফারাহ দিবাকে ৮ বছরের কারাদণ্ড এবং ৪০ কোটি টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

একই মামলায় ডেসটিনি-২০০০ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনকে ১২ বছরের কারাদণ্ড ও ২০০ কোটি টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে আরও ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া কোম্পানির পরিচালক ও সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদকে ৪ বছরের কারাদণ্ড ও সাড়ে ৩ কোটি টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অর্থ পাচারের মামলায় ডেসটিনি-২০০০ এর আরও ৪৩ কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!