অর্থ পাচার মামলায় পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট শাহবাজ শরীফ এবং তার ছেলে হামজা শরীফের জামিনের মেয়াদ বৃদ্ধি করেছে দেশটির একটি বিশেষ আদালত। সোমবার(১১ এপ্রিল) এক রায়ে বিচারক ইজাজ হাসান আওয়ান তাদের জামিন বৃদ্ধির আবেদন মঞ্জুর করেন। এ খবর দিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।
খবরে জানানো হয়, পিএমএল-এন প্রেসিডেন্টের কাউন্সেল আমজাদ পারভেজ জামিন বৃদ্ধির আবেদন জানিয়ে আদালতে পিটিশন দায়ের করেন। এতে তিনি বলেন, শাহজাদ শরীফ এবং তার ছেলে ওমরা করতে যাবেন তাই তাদের জামিন অব্যাহত থাকা প্রয়োজন।
জামিন মঞ্জুরের পর পরবর্তী শুনানিতে অভিযুক্তদের উপস্থিত থাকার আদেশ দেন বিচারপতি। আগামি ২৭শে এপ্রিল পর্যন্ত এই মামলা মুলতবী ঘোষণা করেছে আদালত।
এদিকে আজই পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শাহবাজ শরীফ। ২০২১ সালের এপ্রিল মাসে প্রথম জামিন পেয়েছিলেন তিনি।
২০২০ সালের সেপ্টেম্বরে তাকে গ্রেপ্তার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। লাহোর হাই কোর্ট সেসময় তার জামিন আবেদন খারিজ করে দিয়েছিল।
খুলনা গেজেট/ এস আই