খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দুবাই পালানোর সময় মানবপাচারকারী রনি চট্টগ্রাম বিমানবন্দর থেকে গ্রেপ্তার
  ছাত্র-জনতার ওপর গুলি চালানো কনস্টেবল সুজনকে ট্রাইবুনালে নেয়া হয়েছে

অর্থমন্ত্রীসহ আরও যা‌দের নিয়োগ দিলো তালেবান

আন্তর্জা‌তিক ডেস্ক

আফগানিস্তানের নতুন অর্থমন্ত্রী নিয়োগ দিয়েছে তালেবান। মঙ্গলবার দেশটির স্থানীয় পাজউক নিউজ এজেন্সি এক টুইট বার্তায় এই তথ্য জানায়।

টুইট বার্তায় বলা হয়, আফগানিস্তানের নতুন অর্থমন্ত্রী হিসেবে তালেবান গুল আগাকে নিয়োগ দিয়েছে। সাথে সাথে দেশটির ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী পদে সদর ইবরাহিম, ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী হিসেবে সাখাউল্লাহ ও ভারপ্রাপ্ত উচ্চ শিক্ষামন্ত্রী হিসেবে আবদুল বাকিকে নিয়োগ দেয়া হয়েছে।

ওই টুইট বার্তায় আরো বলা হয়, আফগানিস্তানের গোয়েন্দা বিভাগের নতুন প্রধান হিসেবে নাজিবুল্লাহ, কাবুল প্রদেশের গভর্নর হিসেবে মোল্লা শিরিন ও কাবুলের মেয়র পদে হামদুল্লাহ নোমানিকে নিযুক্ত করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে গত ১৫ আগস্ট রাজধানী কাবুলে প্রবেশের মধ্য দিয়ে প্রায় পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় দেশটির সশস্ত্র রাজনৈতিক সংগঠন তালেবান।

২০০১ সালে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার জেরে আফগানিস্তানে আগ্রাসন চালায় মার্কিন বাহিনী। অত্যাধুনিক সমরাস্ত্রসজ্জ্বিত মার্কিন সৈন্যদের হামলায় আফগানিস্তানের তৎকালীন তালেবান সরকার পিছু হটে।

তবে একটানা দুই দশক যুদ্ধ চলে দেশটিতে।

দীর্ঘ দুই দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দখলের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তিচুক্তির মাধ্যমে দেশটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় ওয়াশিংটন। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালেবান সম্মত হয়।

চুক্তি অনুসারে ক্ষমতাসীন থাকা মার্কিন সমর্থনপুষ্ট আফগান সরকারের সমঝোতার জন্য তালেবান চেষ্টা করলেও দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি। এর পরিপ্রেক্ষিতে চলতি বছর মার্কিন সৈন্য প্রত্যাহারের মধ্যে পুরো দেশের নিয়ন্ত্রণে অভিযান চালাতে শুরু করে তালেবান। মে থেকে অভিযান শুরুর পর সাড়ে তিন মাসের মাথায় ১৫ আগস্ট রাজধানী কাবুলের অধিকার নেয় তালেবান যোদ্ধারা।

সূত্র : আলজাজিরা

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!