অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘অর্থনীতির দুটি ফুসফুস রয়েছে। একটি ব্যাংক, অপরটি হলো জ্বালানি। এ দুটি খাতই উদ্ধার করা আমাদের বড় ব্যাপার ছিল। সরকার এ দুটি খাতে কিছুটা সাফল্য দেখিয়েছে। এ ছাড়া সরকারের কর আহরণ বৃদ্ধিসহ অন্যান্য সংস্কারও ছিল।’
২০২৫-২৬ অর্থবছরের বাজেটকে সামনে রেখে আজ মঙ্গলবার (২৭ মে) দিনগত রাতে রাজধানীর তেজগাঁও স্টুডিওতে অনুষ্ঠিত এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই অনুষ্ঠানে অংশ নিয়ে ড. দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘এ সরকারের প্রথম যে বিষয়টি দরকার ছিল, সেটি হলো উত্তরাধিকার সূত্রে সে কী পেল এবং সেখান থেকে কী দিয়ে শুরু করেছে। সব ধরনের যে অপসাশসন ও দুর্নীতির যে চিত্র ছিল, সে চিত্র আমরা প্রথম তিন মাসের মধ্যে উত্থাপন করেছি।’
ড. দেবপ্রিয় আরও বলেন, ‘এ সরকারের প্রথম কাজটি ছিল সরকারের বেইজ মাঠটি ঠিক করা। সে কিসের ওপর দাঁড়াচ্ছে? যাতে পরবর্তী কর্মসূচি ঠিক করতে পারে। ডেথ সার্টিফিকেট লেখার আগে তার স্বাস্থ্য পরীক্ষা করা। সরকারের বড় অ্যাচিভমেন্ট ছিল এখানে স্বচ্ছতায় নিয়ে আসা। দ্বিতীয় ছিল আমি এক বছর আগেই কথাগুলো বলেছিলাম, মজার বিষয় হলো সে সময় আমাকে দুমুখো বলেছিল, কিন্তু সে কথাগুলো সত্য পরিণত হয়ে সরকার বদল হয়ে গেছে। বড় চ্যালেঞ্জ ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির স্থিতিশীল করা এবং ভঙ্গুর অর্থনীতি থেকে ঘুরে দাঁড়ানো। এক্ষেত্রে সরকার কিছুটা সাফল্য দেখিয়েছে। যদিও সংকোচনমূলকের কারণে ব্যবসায়ীরা এখানে সুদের উচ্চ মূল্যের কথা বলতে পারেন। কিন্তু, বড় বিষয় ছিল রিজার্ভ বৃদ্ধি করা গেছে। তৃতীয় কাজ ছিল স্থিতায়ন করতে গিয়ে সংস্কারের প্রয়োজন ছিল। অর্থনীতির দুটি ফুসফুস রয়েছে। একটি ব্যাংক, অপরটি হলো জ্বালানি।’
বাজেট নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশাগুলোকে সরকারের নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিতেই এনটিভি ও এফবিসিসিআইয়ের এই যৌথ আয়োজন। এ অনুষ্ঠানে আসন্ন ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট সম্পর্কে উঠে আসবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা, উপস্থিত প্যানেল অতিথিরা তুলে ধরছেন তাদের বাজেট ভাবনা।
দেশের ২০২৫-২৬ অর্থবছরের বাজেটকে সামনে রেখে আজ মঙ্গলবার (২৭ মে) রাত ৮টায় শুরু হয় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’। এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই যৌথভাবে ১৬তম বারের মতো এই বিশেষ অনুষ্ঠানটি আয়োজন করেছে। অনুষ্ঠানটি রাত ৮টা থেকে এনটিভির তেজগাঁও স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। গত দেড় দশকেরও বেশি সময় ধরে প্রচারিত হচ্ছে বাজেট নিয়ে এনটিভির এই আলোচিত অনুষ্ঠানটি।
এবারের অনুষ্ঠানের প্যানেল আলোচক হিসেবে রয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান, ড. দেবপ্রিয় ভট্টাচার্য (সম্মাননীয় ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ), বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান, এফবিসিসিআইর মো. হাফিজুর রহমান ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। বাজেট নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশাগুলোকে সরকারের নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিতেই এনটিভি ও এফবিসিসিআইয়ের আজকের এই যৌথ আয়োজন।
খুলনা গেজেট/এমএনএস