খুবি ছাত্র অর্ণব হত্যা মামলায় আসামি গোলাম রাব্বানির রিমান্ড শুনানির দিন মঙ্গলবার ধার্য করেছেন আদালত। খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদলত ১ এর বিচারক মো: রাকিবুল ইসলাম শুনানির এ দিন ধার্য করেন। এর আগে সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে রিমান্ড আবেদনের কাগজপত্র আদালতে দাখিল করে সোনাডাঙ্গা থানা পুলিশ।
সোনাডাঙ্গা থানার কোর্ট জিআরও এস হরিদাস খুলনা গেজেটকে বলেন, রোববার আদালতে প্রয়োজনীয় কাগজপত্র না আসায় তাকে ওইদিন কারাগারে প্ররণ করা হয়। সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে সোনাডাঙ্গা থানার এসআই আদালতে রিমান্ড আবেদনের সকল কাগজপত্র আনলে তা উপস্থাপন করলে আদালত শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।
এদিকে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, আজ গোলাম রাব্বানিকে অর্ণব হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের আবেদন করে পাঠালে আদালত মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন। আশা করা যাচ্ছে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে এ হত্যাকান্ডের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
উল্লেখ্য শুক্রবার রাত পৌনে ৯ টার দিকে শেখপাড়া তেতুলতলা মোড়ে সন্ত্রাসীরা খুবি ছাত্র অর্ণবকে প্রথমে গুলি ও পরে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পুলিশ রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অর্ণবের ৩ বন্ধুকে হেফাজতে নেয়। দু’বন্ধুকে শর্ত সাপক্ষে পরিবারের জিম্মায় দেওয়া হলেও অপর বন্ধু গোলাম রাব্বানির কথায় অসংলগ্নতা থাকায় তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে শনিবার রাতে নিহত অর্ণব কুমারের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ২০/২৫ কে আসামি করে সোনাাডঙ্গা থানায় মামলা দায়ের করেন, যার নং ২৬।
খুলনা গেজেট/ টিএ